কাজ ষোল আনা বুঝে নিন সাধারণ মানুষের কাছে আহ্বান করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল
1 min readকাজ ষোল আনা বুঝে নিন সাধারণ মানুষের কাছে আহ্বান করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল
তন্ময় চক্রবর্তী :- অমৃত ভারত প্রকল্পে গতি এনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই প্রকল্পের কাজ চলছে সারা ভারত জুরে দ্রুত গতিতে । এমন ভাবে কালিয়াগঞ্জ স্টেশন কে আধুনিকরণ করার লক্ষ্যে সারা ভারত এর সঙ্গে তাল মিলিয়ে কাজ চলছে দ্রুত গতিতে । কাজ যাতে ভালভাবে হয় সেটা বুঝে নেওয়ার দায়িত্ব সকলের । এক্ষেত্রে যদি দেখা যায় কোথাও কাজে কোন অনিয়ম হচ্ছে তাহলে সে ক্ষেত্রে সাধারণ মানুষকে রুখে দাঁড়ানোর ডাক দিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।। তিনি বলেন এই কাজ আমাদের সকলের তাই সকলেরই দেখার দায়িত্ব রয়েছে। সকলে মিলে যাতে দেখে নিয়ে যাতে ভালো হয় সেটা সবারই দায়িত্বের মধ্যে পড়ে। সবসময়ই সাংসদ বা ডিআরএম ছুটে আসবে তা নয়। আমরাও নাগরিক হিসেবে কাজগুলোকে দায়িত্ব নিয়ে দেখে আমাদের বুঝে নিতে হবে । কারন আমরাও চাইবো কাজগুলো ভালো হোক।
উল্লেখ্য বেশ কিছুদিন ধরে চলছে কালিয়াগঞ্জ রেল স্টেশনে আধুনিকরণ করার লক্ষ্যে অমৃত ভারত প্রকল্পের কাজ। এবার সেই কাজ নিম্নমানের হচ্ছে এমনটাই অভিযোগ করছিলেন এলাকাবাসীরা। কারণ এখানে যে ইট গুলো দেওয়া হচ্ছিল অত্যন্ত নিম্নমানের। আর এই অভিযোগ পাওয়ার পর রায়গঞ্জের সাংসদ স্টেশনে ছুটে গিয়ে সে কাজ বন্ধ করে দিয়ে ঠিকাদার কে বলেন নতুন ইট দিয়ে এই কাজ করতে হবে। পুরনো কোন ইট এখানে কাজে লাগানো যাবে না। এরপরই ঠিকাদার সংস্থা পুরনো ইট গুলো তুলে নিয়ে নতুন ইট দিয়ে আবারো কাজ শুরু করেন।