অনূর্ধ্ব ১৪ সাব জুনিয়ার খো খো খেলায় বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন বীর নগর ও লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যভাবন
1 min readঅনূর্ধ্ব ১৪ সাব জুনিয়ার খো খো খেলায় বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন বীর নগর ও লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যভাবন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২০ জুলাই:শুক্রবার উত্তর দিনাজপুর জেলা খো খো এসোসিয়েশনের উদ্যোগে এবং ভরতপুর উচ্চ বিদ্যালয়ের সহায়তায় ভরতপুর বিদ্যালয় মাঠে অনূর্ধ্ব ১৪ সাব জুনিয়ার উত্তর দিনাজপুর জেলা খো খো প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় বীরনগর উচ্চ বিদ্যালয় এবং লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যা ভবন।পাশাপাশি রানার্সের মর্যাদা পায় বালক বিভাগে ডালিমগাঁও উচ্চ বিদ্যালয় এবং বালিকা বিভাগেও ডালিমগাঁও মহিম চন্দ্র বিদ্যা ভবনের ছাত্রীরা।
উত্তর দিনাজপুর জেলা খো খো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বরুণ দাস জানান অনূর্ধ্ব ১৪ জেলা খো খো প্রতিযোগিতায় বালক বিভাগে মোট ৮ টি দল যেমন উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার বিদ্যালয় থেকে অংশগ্রহন করে তেমনি
পাশাপাশি বালিকা বিভাগেও ৪ টি মোট ১২টি দল অংশগ্রহণ করে।শুক্রবার সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খেলার সূচনা করেন ভরতপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ রায়।উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসূন দাস সহ ভরতপুর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন।খো খো খেলাকে ঘিরে ছিল টান টান উত্তেজনা।বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন
খেলার অঙ্গনে উপস্থিত বিশিষ্ট জনেরা।উত্তর দিনাজপুর খো এসোসিয়েশনের খো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বরুণ দাস জানান খো খো খেলায় বালক বিভাগে বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র নাইন্থ মূর্মূ বেস্ট চেজারের পুরস্কার পায়। বেস্ট রানার্স বালক বিভাগে ডালিমগাও বিদ্যালয়ের নবদ্বীপ রায়, বালিকা বিভাগে বেস্ট চেজার্স এর পুরস্কার পায় ডালিমগাঁও বিদ্যালয়ের তামান্না হাসমিন ।বেস্ট রানার্স বালিকা বিভাগে লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের শিলা বর্মন পুরস্কার পায়। খো খো খেলাকে ঘিরে ছিল দর্শকদের প্রচন্ড ভিড়।