October 26, 2024

ভ্রাম্যমাণ গ্রন্থাগার রায়গঞ্জে

1 min read
সুব্রত সাহা রায়গঞ্জ সাধারন মানুষকে বই পাঠে উৎসাহিত করতে অভিনব উদ্যোগ রাজ্য গ্রন্থাগার বিভাগের। উত্তরবঙ্গে প্রথম ভ্রাম্যমাণ গ্রন্থাগার ” ঘরে বাইরে ” উদ্বোধন  হলো উত্তর দিনাজপুরে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 আজ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী রায়গঞ্জ কর্নজোড়া জেলাশাসকের দপ্তরের সামনে এই ভ্রাম্যমাণ গ্রন্থাগারটির উদ্বোধন করেন। গল্প, উপন্যাস, ক্রীড়া জগতের বই থেকে শুরু করে শিশুদের মনোরঞ্জনের বই, বেকার যুবক- যুবতীদের কর্মসংস্থানের বইসহ দেড় হাজার বই সম্বলিত ” ঘরে বাইরে ” নামের ভ্রাম্যমাণ গ্রন্থাগার উত্তর দিনাজপুর জেলার শহর ও শহরতলী ঘুরে ঘুরে পাঠকদের হাতে তুলে দেবে গল্পের বই।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, জেলার প্রতিটি শহরের বাজার, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, হাসপাতাল এলাকায় ঘুরে পাঠক সংগ্রহ করে সেটি চলে যাবে গ্রাম থেকে গ্রামান্তরের প্রত্যন্ত অঞ্চলে। এক একজন পাঠককে বই পড়ার জন্য ১৫ দিন সময় দেওয়া হবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 ১৫ দিন শেষ হওয়ার পর আবার আর একটি বই তুলে দেওয়া হবে পাঠকের হাতে। মূলত শিক্ষার পরিবেশ গড়ে তোলা ও সাধারন মানুষকে বইমুখী করে তোলার লক্ষ্যেই এই অভিনব উদ্যোগ রাজ্য গ্রন্থাগার বিভাগের।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *