December 25, 2024

কালিয়াগঞ্জের প্রতীতির সাহিত্য আসরে শহরের শ্রীমতী নদীকে সংস্কারের দাবিতে আন্দোলনের সিদ্ধান্ত

1 min read

কালিয়াগঞ্জের প্রতীতির সাহিত্য আসরে শহরের শ্রীমতী নদীকে সংস্কারের দাবিতে আন্দোলনের সিদ্ধান্ত

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৪ জুন:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ভ্রাম্যমান সাহিত্য আসরের ৪৭ তম বর্ষের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হয় রবিবার শহরের মহেন্দ্রগঞ্জ অবস্থিত প্রাক্তন শিক্ষক গৌতম বিশ্বাসের গৃহে।সাহিত্য আসরের আলোচনার বিষয় ছিল “শ্রীমতী একটি হারিয়ে যাওয়ার নদীর নাম”।বিশিষ্ট সাহিত্যিক স্বর্ণময় অধিকারী,ভানু প্রতাপ শর্মা, ড:স্বদেশ কুমার সরকার, ড:কাঞ্চন কুমার দে,বিশিষ্ট আইনজীবী তথা কবি সুমনা গুহ ,রাধিকা রঞ্জন দেবভূতি। কালিয়াগঞ্জ শহরের হারিয়ে যাওয়া শ্রীমতী নদীর পূর্বের অবস্থায় কিভাবে ফিরিয়ে আনা সম্ভব তা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন।

আবৃত্তিকার সুজাতা দত্ত,শিক্ষক তথা কবি গৌতম বিশ্বাস,কবি কাজল মোদক ও মৃন্ময় ও প্রতীতির প্রাক্তন সভাপতি তপন কুমার চক্রবর্তী বলেন কবি সাহিত্যিকদের কাজ শুধু সাহিত্য সৃষ্টিতেই সীমাবদ্ধ না থেকে। আমাদের সমাজ সংস্কারকের কাজে সাধ্যমত কাজ করতে হবে।তাই আমাদের প্রিয় তথা আত্মার আত্মীয় শ্রীমতী নদীর বেহাল অবস্থা থেকে তাকে কি ভাবে মুক্ত করা যায় আমরা প্রয়োজনে ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের সাথে আলোচনায় বসতে পারি। আমরা আমাদের ঐতিহ্যবাহি সবার প্রিয় শ্রীমতী নদীকে আবার তার পূর্বের ছন্দে ফিরিয়ে আনার সব রকম চেষ্টা করতে কোন ত্রুটি রাখবনা।সাহিত্য আসরে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী তাপস চাটার্জী এবং আবৃত্তি করে শোনান শিশু শিল্পী অদৃজা সরকার। সমগ্র অনুষ্ঠানটিকে অত্যন্ত সুচারুরূপে পরিচালনা করেন ভ্রাম্যমান প্রতীতি সাহিত্য সংস্থার সম্পাদক তথা কবি প্রদীপ কুমার রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *