কালিয়াগঞ্জের স্মার্ট ফিউচার একাডেমি ঘুরে দেখে খুশি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কল্যাণ চক্রবর্তী
1 min readকালিয়াগঞ্জের স্মার্ট ফিউচার একাডেমি ঘুরে দেখে খুশি কলকাতা হাইকোর্টের বিশিষ্টআইনজীবী কল্যাণ চক্রবর্তী
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৯ জুন: রবিবার কলকাতা হাই কোর্টের বিশিষ্ট আইনজীবী কল্যাণ চক্রবর্তী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত স্মার্ট ফিউচার একাডেমি দেখে ভীষন খুশী হয়েছেন বলে সাংবাদিকদের জানালেন। তিনি বলেন অনেক দিন থেকেই আসব ভেবেছিলাম কিন্তু আসা হয়নি। এবার ভেবেছিলাম কালিয়াগঞ্জ শহরের স্মার্ট ফিউচার একাডেমি ঘুরে দেখে আসবো।খুব সুন্দর।প্রকৃত পক্ষে একটি মডেল একাডেমি হবার যোগ্যতা রাখে এই স্মার্ট ফিউচার একাডেমি।
পরিবেশ এক কথায় সুন্দর।যা ছোট থেকে বাচ্চাদের উপযুক্ত করে তুলতে সাহায্য করে থাকে।আইনজীবী কল্যাণ চক্রবর্তী বলেন আগামী পাঁচ বছরের মধ্যে এই একাডেমির যে ভাবে মানুষ গড়ার কর্মকান্ড চলছে সেটি উত্তরবঙ্গের মধ্যে একটা জায়গা দখল করতে পারবে বলেই তার মনে হয়েছে।তিনি বলেন এখানে এসে এবং কাজ কর্ম দেখে আমি খুশি।স্মার্ট ফিউচার একাডেমির সম্পাদক দেবব্রত দাস বলেন কলকাতা হাই কোর্টের লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী আমাদের স্মার্ট ফিউচার একাডেমিতে পরিদর্শন করবেন এটা আমাদের একাডেমির পক্ষে গর্বের ।দেবব্রত দাস বলেন একটি চারা গাছকে লাগিয়ে যেভাবে পরিচর্যা করে বর করে তোলা হয় আমাদের এই স্মার্ট ফিউচার একাডেমির ছাত্র ছাত্রীদের সেই ভাবেই তৈরি করার কাজ এই প্রতিষ্ঠানে হয়ে থাকে বলে দেবব্রত দাস জানান।