October 27, 2024

কুশমন্ডিতে রক্তসঙ্কট মেটাতে ক্লাব সদস্যদের রক্তদান শিবির

1 min read
মঞ্জুরুল আলম,কুশমন্ডি, ৩০ শে জুন :– তাপমাত্রার পারদ চড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রক্তের চাহিদা। রক্ত সঙ্কটে ভুগছে দঃ দিনাজপুর জেলার অধিকাংশ ব্লাড ব্যাঙ্ক। সঙ্কট মেটাতে এগিয়ে এল বিভিন্ন ক্লাব থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ।আজ কুশমন্ডি ব্লকের নাহিটে অবস্থিত “সমাজ কল্যান ক্লাব” এর পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

রক্তের সঙ্কট দূর করতে সমাজ কল্যান ক্লাব  নাহিট উচ্চ বিদ্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করে। দিনভর চলে রক্তদান ও কর্মসূচী।ক্লাব কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ একজোট হয়ে এই কর্মকান্ড পরিচালনা করেছে। প্রায় একশত মানুষ রক্তদান করেছেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 ক্লাবের সদস্যদের পাশাপাশি সাধারন মানুষের মধ্যেও রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা চালানো ও রক্তদানে উৎসাহী করে তোলাই ছিল তাদের উদ্দেশ্য। তাদের দাবি, সেই উদ্দেশ্য সফল হয়েছে।
 আয়োজকদের তরফে নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য রেজা জাহির আব্বাস ও সানাউল হক্ বলেন – ” সাধারন মানুষের মধ্যে রক্তদান নিয়ে সচেতনতা তৈরি করাই মূল উদ্দেশ্য। ক্লাবের পাশাপাশি সাধারন মানুষও এসে পাশে দাঁড়িয়েছেন। এখানেই আমাদের সার্থকতা


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *