October 23, 2024

বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে কালিয়াগঞ্জে বৃক্ষ রোপন কর্মসূচির সাথে আলোচনা চক্র

1 min read

বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে কালিয়াগঞ্জে বৃক্ষ রোপন কর্মসূচির সাথে আলোচনা চক্র

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৫ জুন:বিশ্ব পরিবেশ দিবস কে মাথায় রেখে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কালিয়াগঞ্জ বিজ্ঞান কেন্দ্রের শাখার পক্ষ থেকে এই বুধবার পালন করা হলো লক্ষীপুর মহিমচন্দ্র উচ্চ বিদ্যাভবন বিদ্যালয়ে | অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্ষিয়ান বিজ্ঞান কর্মী মাননীয় বিমল কুমার সেন মহাশয় | উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত পাল সহ অন্যান্ন সহশিক্ষক _ শিক্ষিকাবৃন্দ | অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যালয়ের ছাত্রীবৃন্দের পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীত এর মধ্যে দিয়ে |

প্রতিযোগিতামুলক অনুষ্ঠানের পর্বে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় | তাছাড়াও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় | “বিশ্ব উষ্ণায়ন ও আমাদের সামাজিক এবং প্রশাসনিক দায়িত্ব” এই বিষয়ে আলোচনায় আলোকপাত করেন সংস্থার সম্পাদক সুজয় সরকার | ছাত্র-ছাত্রী এবং অভিভাবক -অভিভাবিকা দের পক্ষ থেকেও বিভিন্ন ব্যক্তিবর্গ আলোচনাকে সমৃদ্ধ করেন | আলোচনা থেকে উঠে আসে বিশ্ব উষ্ণায়ন রোধে বনসৃজন এবং মানুষের দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের প্রয়োজনীয়তার কথা | বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয় |পরিশেষে বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে স্মারক এবং শংসাপত্র তুলে দেওয়া হয়।কালিয়াগঞ্জ শহরের মনমোহন বালিকা বিদ্যালয় এবং কালিয়াগঞ্জ পৌর সভাও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *