October 23, 2024

রায়গঞ্জ পৌর সভার প্রতিটি ওয়ার্ডেই রায়গঞ্জ লোকসভা আসনের শাসক দলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী বিজেপি প্রার্থী কার্তিক পালের সুনামিতে বিদ্ধস্ত হয়ে পড়েছে

1 min read

রায়গঞ্জ পৌর সভার প্রতিটি ওয়ার্ডেই রায়গঞ্জ লোকসভা আসনের শাসক দলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী বিজেপি প্রার্থী কার্তিক পালের সুনামিতে বিদ্ধস্ত হয়ে পড়েছে

 তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৬ জুন:উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের ভোটের সুনামিতে শাসক দলের তৃণমূলের কৃষ্ণ কল্যাণী শুধু বিদ্ধস্তই নয় নিজের ওয়ার্ডেও লজ্জাজনক ভাবে পরাজিত হয়েছে বলে জানা যায়।খবর নিয়ে জানা যায় রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জ পৌর সভার ২৭ টি ওয়ার্ডের মধ্যে ২৭টি ওয়ার্ডেই বিজেপির কার্তিক পাল পরাজিত করে রায়গঞ্জের মানুষও যে তাকে ভালবাসে তা প্রমাণ করে দিয়েছে ভোটের মাধ্যমেই।

খবর নিয়ে জানা যায় রায়গঞ্জ পৌর সভার (১) নম্বর ওয়ার্ডে ৬৫৩ ভোটে বিজেপি জয়ী,(২) নম্বর ওয়ার্ডে ১১২৭ ভোটে জয়ী,(৩)নম্বর ওয়ার্ডে ৫৪১ ভোটে,(৪) নম্বর ওয়ার্ডে ৯৯৪(৫) নম্বর ওয়ার্ডে ৯১৬ ভোটে (৬) নম্বর ওয়ার্ডে ১০৫৪ ভোটে(৭) নম্বর ওয়ার্ডে ১৯৬৯ ভোটের বেশি ব্যাবধানে (৮)নম্বর ওয়ার্ডে ৪১৯ ভোটে (৯) নম্বর ওয়ার্ডে ৩৮৭ ভোটে (১০) নম্বর ওয়ার্ডে ৭৭৮ ভোটে (১১) ৫৭ ভোটের বেশি ব্যাবধানে (১২) নম্বর ওয়ার্ডে ৭৫৬ ভোটে (১৩) নম্বর ওয়ার্ডে ১o১৬ ভোটে (১৪) ভোটে ৪৯৭ ভোটে (১৫) নম্বর ওয়ার্ডে ৩২২ ভোটে(১৬) নম্বর ওয়ার্ডে ৯০০ ভোটে (১৭) নম্বর ওয়ার্ডে৫৫২ ভোটের ব্যবধানে (১৮) নম্বর ওয়ার্ডে ৭৭০ ভোটে (১৯) নম্বর ওয়ার্ডে ৫০৫ ভোটের ব্যবধানে (২০) নম্বর ওয়ার্ডে ৮৬৯ ভোটের ব্যবধানে (২১) নম্বর ওয়ার্ডে ৫৯৩ ভোটে (২২) নম্বর ওয়ার্ডে ১৩৮৯ ভোটে (২৩) নম্বর ওয়ার্ডে ২৮৬ ভোটে (২৪) নম্বর ওয়ার্ডে ১২৩৯ ভোটে (২৫) নম্বর ওয়ার্ডে ১২৯২ ভোটে (২৬) নম্বর ওয়ার্ডে ৮৭৬ ভোটে এবং ২৭ নম্বর ওয়ার্ডে ৬৫৬ ভোটের বেশি ব্যাবধানে পরাজিত করে বলে জানা যায়। জানা যায় কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ লোকসভার অধীনে ৭ টি বিধান সভার মধ্যে মাত্র ৩ টি বিধান সভায় লিড পেয়েছে।যার মধ্যে ইসলামপুর বিধান সভা এলাকায় ২৪০০৭ ভোটে লিড পান,গোয়াল পোখরে ৩৫৬৭০ ভোটে লিড এবং চাকুলিযা বিধান সভায় ৬৮৭৯ ভোটে লিড নেন।অন্য দিকে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল করণদীঘি বিধান সভা এলাকায় লিড পান ২১,৫৭২ ভোটে লিড,হেমতবাদ বিধান সভা এলাকায় ৭৭৯৫ ভোটে,কালিয়াগঞ্জ বিধান সভা এলাকায় কার্তিক চন্দ্র পাল সব থেকে বেশি লিড নেন ৫৭,৯৪৪ ভোটে এবং খোদ কৃষ্ণ কল্যাণীর রায়গঞ্জ বিধান সভা এলাকায় বিজেপির কার্তিক চন্দ্র পাল লিড পান ৪৬,৭৩৯ ভোট।রায়গঞ্জের মানুষদের বলতে শোনা যায় কৃষ্ণ কল্যাণীর সাথে সাধারন মানুষ দেখা করতে চেয়েও নাকি পাননা।তাই মানুষ যাকে আপদে বিপদে পাবে তাকেই মানুষ উপযুক্ত মনে করেই ভোট দিয়েছে। কারন কার্তিক চন্দ্র পাল আর কৃষ্ণ কল্যাণী মানুষের সাথে মিশার ব্যাপারে আকাশ পাতাল তফাৎ।তাই রায়গঞ্জ লোকসভা আসনের নির্বাচক মন্ডলীরা যোগ্য মানুষকেই নির্বাচিত করেছেন বলে রায়গঞ্জ,কালিয়াগঞ্জ, করণদীঘি,ইসলামপুরের মানুষজন মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *