গোপন সূত্রে খবর পেয়ে ৯১৯ গ্রাম ব্রাউন সুগার সহ ২১ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার
1 min readগোপন সূত্রে খবর পেয়ে ৯১৯ গ্রাম ব্রাউন সুগার সহ ২১ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার
কোচবিহার:news asia গোপন সূত্রে খবর পেয়ে ৯১৯ গ্রাম ব্রাউন সুগার সহ ২১ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার পুলিশ মাথাভাঙ্গার নিশিগঞ্জ ফারির পুলিশ। ঘটনাটি মাথাভাঙ্গা দুই নং ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন ছিটকি বাড়ি এলাকার। জানা গেছে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ কোচবিহার মাথাভাঙ্গা রাজ্য সড়কের ছিটকিবাড়ি এলাকায় একটি ১২ চাকার ট্রাক দাঁড় করিয়ে তল্লাশি চালালে তাতে ব্রাউন সুগার সহ ইয়াবা ট্যাবলেট মেলে।
তারপর ট্রাক চালককে আটক করার পাশাপাশি ট্রাক এবং উদ্ধার হওয়া ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট গুলিকে নিশিগঞ্জ ফাঁড়িতে নিয়ে যায়।এ বিষয়ে আজ মাথাভাঙ্গা থানায় সাংবাদিক বৈঠক করেন মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। তিনি বলেন গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ছিটকিবাড়ি এলাকায় একটি ১২ চাকার ট্রাক দাঁড় করিয়ে তল্লাশি চালালে তাতে ৯১৯ গ্রাম ব্রাউন সুগার সহ ২১ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তারপর সেই ট্রাকের চালককেও আটক করা হয়। ট্রাকটি মেঘালয় থেকে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল বলে প্রাথমিক অনুমান।উদ্ধার হওয়া ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৪০ থেকে ৫০ লক্ষ টাকা বলে তিনি জানান।এমনকি গ্রেপ্তার হওয়ার ট্রাক চালককে আদালতে তুলে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলেও তিনি জানিয়েছেন।