October 23, 2024

উত্তর দিনাজপুর বিচিত্রা নাট্য সংস্থার উদ্যোগে তিন দিনের সপ্তবর্ণা নাট্য উৎসবের সূচনা

1 min read

উত্তর দিনাজপুর বিচিত্রা নাট্য সংস্থার উদ্যোগে তিন দিনের সপ্তবর্ণা নাট্য উৎসবের সূচনা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৯মে:বৃহস্পতিবার উত্তর দিনাজপুর বিচিত্রা নাট্য সংস্থার উদ্যোগে কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে তিন দিনের সপ্তবর্ণা নাট্য উৎসবের সূচনা করলেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব পঞ্চানন দাস।উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব তথা নাট্য পরিচালক অভিনেতা অয়ন জোয়াদ্দার,বিশিষ্ট নাট্যকর্মী নিখিল দাস এবং উত্তর দিনাজপুর বিচিত্রা নাট্য সংস্থার সভাপতি রবীন্দ্র নাথ কুন্ডু।নাট্য উৎসবের উদ্বোধক পঞ্চানন দাস বলেন আরো বেশি করে নাটকমুখী করে তুলতে হবে কচিকাচাদের।

এদের মাধ্যমেই নুতন এক সমাজ গড়ার ভাবনা আমাদের সবাইকে ভাবিত করবে।বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা নাট্য পরিচালক ও অভিনেতা অয়ন জোয়াদ্দার বলেন উত্তর দিনাজপুর বিচিত্রা নাট্য সংস্থা সুদীর্ঘ ৬০বছরে পদার্পন করেও কোন রকম ক্লান্তবোধ করেনি।উল্টেপথ চলার সঙ্গী হিসাবে কালিয়াগঞ্জ শিশু কিশোর নাট্য একাডেমির ২৭ জন কচিকাঁচাদের নিয়ে পুনরায় পথ চলা শুরু করা এটা একটা নাটকের বড় পাওনা।বক্তব্য রাখেন সংস্থার সভাপতি রবীন্দ্র নাথ কুন্ডু।

নাট্য উৎসবের প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হবার পর কালিয়াগঞ্জ শিশু কিশোর নাট্য একাডেমির কচিকাঁচাদেরদ্বারা সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়।সমস্ত অনুষ্ঠানটির অসাধারন সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও নাট্যকর্মী ব্রততী দাস।

পরবর্তীতে সপ্তবর্ণা নাটকের প্রথম দিন কালিয়াগঞ্জ শিশু কিশোর একাডেমির শিশুদের দ্বারা অভিনীত “টাকার আপদ”নাটকটি মঞ্চস্থ হয়।সুকুমার রায়ের গল্প অবলম্বনে ,নাটক নির্মাণ সহায়ক সত্যরঞ্জন পাল এবং নাটক,সঙ্গীত ও পরিচালক অয়ন জোয়াদ্দার।

ঐদিন উত্তর দিনাজপুর বিচিত্রা নাট্য সংস্থার প্রযোজনা দুটি অনু নাটক গিরগিটি এবং তুরুপের তাস মঞ্চস্থ হয়।রচনা পত্রাবলি চক্রবর্তী,নির্দেশনায় অরিন্দম ও সংগ্রামী।নাট্য উৎসব চলবে আগামী ১১ই মে পর্যন্ত।নাট্য উৎসবের প্রথম দিন ছিলনজমু নাট্য নিকেতন কানায় কানায় দর্শক পরিপুর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *