October 27, 2024

রাজ্যে শিল্প স্থ্যাপনের জন্য রাজ্য সরকার কোটি কোটি টাকা ব্যায় করলেও কেশরাইলের মাদুর শিল্পের জন্য রাজ্য সরকারের নেই কোন হেলদোল

1 min read


তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর — রাজ্য সরকার এ রাজ্যে  শিল্প স্থাপনের জন্য বাইরে থেকে শিল্প আনার জন্য নানান ধরনের চেষ্টা করলেও এ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের মাদুরগ্রাম কেশরাইলের মাদুর শিল্পীদের জন্য ও শিল্পের উন্নয়নে নেই কোন   রাজ্য সরকারের ভূমিকা। সরকারের কোন রকম ভূমিকা না থাকার  ফলে  কেশ রাইল গ্রামের মাদুর শিল্পী শঙ্কর দেবনাথ,পুতুল দেবনাথ,মিঠু দেবনাথ ও মুক্তি দেবনাথের মত কয়েকশো মাদুর শিল্পিরা আজ শুধু হতাশাকে আকড়ে ধরে মুষড়ে পড়েছে। প্রচুর সম্ভাবনা থাকলেও শুধুমাত্র সরকারি তুচ্ছ 

তাচ্ছিলতার কারনেই একটি সম্ভাবনাময় কুটির শিল্প যে তিমিরে ছিল আজও সেই তিমিরেই রয়ে গেছে। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের কেশরাইলে আনুমানিক ৭৫বছর ধরে চলে আসা মাদুর শিল্পের সূচনা করেছিলেন গ্রামের প্রয়াত ধীরেন্দ্র দেবনাথ রাজেন্দ্র দেবনাথের মত দূরদৃষ্টি সম্পন্ন মানুষেরা।তদের পথ অনুসরণ করে কেশরাইলের দরিদ্র  মানুষেরা প্রতিটি ঘরে ঘরে মাদুর শিল্পের সাথে যুক্ত হয়ে পড়েছে।তাদের রুজি রোজগারের পথ বর্তমানে একটাই যারএর নাম মাদুর শিল্প।কিন্তু গ্রামের মানুষ এই কুটির শিল্পের সাথে যুক্ত হয়ে গ্রামের কর্মসংস্থানের ব্যবস্থা করলেও সরকার থেকে এই শিল্পের সাথে যুক্ত মাদুর শিল্পিদের উৎসাহের জন্য এআইলখনও এগিয়ে আসেনি বলে জানালেন কেশরাইল গ্রামের মাদুর শিল্পীরা যথাক্রমে মিঠু দেবনাথ,মুক্তি দেবনাথ,পুতুল দেবনাথ,সোহাগী দেবনাথ।তারা ক্ষুব্ধ হয়ে জানালেন এই গ্রামে বেকার যুবক যুবতীদের কাজের সুযোগ থাকলেও সরকার এই শিল্পকে কোন রকম গুরুত্ব দিচ্ছেনা।গ্রামের মাদুর শিল্পী সংকর দেবনাথ বলেন এই শিল্পের উন্নতি ঘটাতে গেলে সরকারকে প্রথমেই জল সেচের ব্যবস্থা করতে হবে,


মাদুর শিল্পীদের জন্যএ স্বল্প সুদে ব্যাঙ্ক থেকে ঋণের ব্যবস্থ্য করে দিতে হবে,গ্রামে একটি ওয়ার্কশপ তৈরী করতে হবে।কেসরাইলে উন্নতমানের একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে হবে এই সব কাজ মাদুর শিল্পের উন্নয়নে করা হলে এই এলাকার আর্থ সামাজিক পরিকাঠামোর ব্যাপক উন্নতি ঘটতে পারে বলে তাদের ধারণা।দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার সমীর চৌধুরী কেশরাইলের মাদুর শিল্পের উন্নয়নের ব্যাপারে কিকি করা হয়েছে জানতে চাইলে সমীরবাবু বলেন মাদুর শিল্পের উন্নয়নের জন্য খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের একটি প্রতিনিধি দল কেশরাই ল গ্রাম ঘুরে গেছেন।তারা মাদুর শিল্পের উন্নয়নে কিকি প্রয়োজন সে নিয়ে একটি সমীক্ষা করে গেছেন।সেই রিপোর্ট আমাদের কাছে আসার পর তদের রিপোর্ট অনুযায়ী খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি দপ্তর মাদুর শিল্পের উন্নয়নে কাজ শুরু করবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *