January 4, 2025

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত বসন্ত উৎসবে মেতে উঠলো কালিয়া গঞ্জের আট থেকে আশি

1 min read

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত বসন্ত উৎসবে মেতে উঠলো কালিয়া গঞ্জের আট থেকে আশি

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৫ মার্চ:উৎসব,উৎসব আর উৎসব।একদিকে বসন্ত উৎসব,অন্যদিকে রমজান উৎসব আর তার সাথেই দুয়ারে হাজির পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের ভোট উৎসব।সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব কমিটি আয়োজিত ১৩ তম বসন্ত উৎসব উদযাপিত হল সকালে কালিয়াগঞ্জ মনমোহন বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গন থাকে এক সুসজ্জিত বিশাল শোভা যাত্রা বের হয়ে কালিয়াগঞ্জ থানার সামনের বিসর্জন ঘাটে গিয়ে শেষ হয়।বসন্ত উৎসবের ফিতা কেটে সূচনা করেন কালিয়াগঞ্জের পৌর পিতা রাম নিবাস সাহা।

 

উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার উপ পৌর পিতা ঈশ্বর রজক,কমিশনার রথীন্দ্র নাথ গুহ কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ,জেলা পরিষদ সদস্য লতা দেবশর্মা,বসন্ত উৎসব কমিটির আহ্বায়ক সুদীপ ভট্টাচার্য,লায়ন্স সদস্য চঞ্চল রায়, ডা:চিন্ময় দেবগুপ্তযুগ্ম আহ্বায়ক প্রবীর কুমার দে(পার্থ), সমীর সাহা,সমাজ সেবি রাজীব সাহা,সমাজ সেবি ভারতেন্দ্র চৌধুরী, দিব্যেন্দু চৌধুরী, জয়ন্ত সাহা,সৌমেষ লাহিড়ী সহ কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন সঙ্গীত বিদ্যালয় এবং নৃত্য বিদ্যালয়ের প্রচুর ছাত্র ছাত্রী গণ। কালিয়াগঞ্জ শহরের ২০ টি নৃত্য মহা বিদ্যালয়,৭টি সঙ্গীত বিদ্যালয় এবং ৫টি আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করে উপস্থিত দর্শকদের প্রত্যেকেই মুগ্ধ করে।অনুষ্ঠান শেষে অংশ গ্রহণকারি ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।এখানেই শেষ নয় বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে কালিয়াগঞ্জ পৌর সভা,কালিয়াগঞ্জ প্রেস ক্লাব সহ বেশ কিছু প্রতিষ্ঠানকে তাদের ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হয় বলে জানা যায়। সন্ধ্যায় কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতন ছিল কানায় কানায় পরিপুর্ণ সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনার ভূমিকায় ছিলেন আপনাদের সবার পরিচিত মুখ সোমা চক্রবর্তী ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *