কালিয়াগঞ্জ_ বুনিয়াদপুর বন্ধ হয়ে থাকা রেল প্রকল্পের জট খুলতে চলেছে
1 min readকালিয়াগঞ্জ_ বুনিয়াদপুর বন্ধ হয়ে থাকা রেল প্রকল্পের জট খুলতে চলেছে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৬ মার্চ:১৮তম লোক সভা নির্বাচনের ঘোষনার পূর্বে উত্তর দিনাজপুর জেলার বহূ চর্চিত বন্ধ হয়ে থাকা কালিয়াগঞ্জ_বুনিয়াদপুর ৩৩,১৩ কিমি রেল পথ নির্মাণের জট খুলতে চলেছে বলে জানা যায়। জানা যায় গত ২৯শে ফেব্রুয়ারি দিল্লীর রেল মন্ত্রনালয় থেকে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার কনস্ট্রাকশন মালিগাওকে লিখা এক চিঠিতে এম ডি তনভিড় খান জয়েন্ট ডিরেক্টর গতি শক্তি রেলওয়ে বোর্ড জানিয়েছে অবিলম্বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর বন্ধ হয়ে থাকা রেল প্রকল্পের কাজ বন্ধ হয়ে আছে সেই জট যেন খুলে দেওয়া হয়। এই ঘটনা উত্তর দিনাজপুর জানাজানি হতেই সর্বত্র আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে।
জানা যায় রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী সম্প্রতি দিল্লীতে রেল মন্ত্রীর দপ্তরে গিয়ে তার সাংসদ টার্মের শেষ পর্যায়ে যাতে কালিয়াগঞ্জ_বুনিয়াদ পুর বন্ধ হয়ে থাকা রেল প্রকল্পের কাজটা শুরু করে দেবার ব্যাবস্থা করা যায় তার জন্য দরবার করে এসেছিলেন।কালিয়াগঞ্জ _ বুনিয়াদপুর রেল রুপায়ন ও উন্নয়ন কমিটির সভাপতি সুনীল সাহা বলেন মোদী সরকার কিছুদিন পূর্বে বালুরঘাট_ হিলি বন্ধ হয়ে থাকা রেল প্রকল্পের কাজ যেমন শুরু করে সাধারন মানুষের আস্থা কুড়িয়েছে ঠিক তেমনি মোদী সরকারের রেল মন্ত্রক উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ_বুনিয়াদ পুর বন্ধ হয়ে থাকা রেল প্রকল্পের কাজ শুরু করার জন্য প্রাথমিক ব্যাবস্থা নিয়েছে তার জন্য রেল মন্ত্রক কে ধন্যবাদ জানান। কালিয়াগঞ্জ_বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ ২০১০_১১ সাল থেকে কিছু কিছু কাজ হবার পরে তা বন্ধ হয়ে যায়। জানা যায় এই মুহূর্তে রেলের জন্য জমি দেবার জন্য জমি দাতারাও প্রস্তুত বলে জানা যায়।এই মুহূর্তে কালিয়াগঞ্জ রেলস্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় আসায় কালিয়াগঞ্জ রেল স্টেশনের খোল নালচে পাল্টানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।এর মধ্যে কালিয়াগঞ্জ_বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ শুরু হবার খবরে নির্বাচনের আগে বিজেপি বড়সর মাইলেজ পাচ্ছে এ ব্যাপারে কোন সন্দেহ নেই।