December 24, 2024

কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে বিভিন্ন দাবির ভিত্তিতে সুপারকে ঘেরাও করলো বিজেপির কর্মকর্তারা

1 min read

কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে বিভিন্ন দাবির ভিত্তিতে সুপারকে ঘেরাও করলো বিজেপির কর্মকর্তারা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৫ মার্চ:দীর্ঘদিন ধরে চলছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে চরম অব্যাবস্থা।তাই লোকসভা নির্বাচনের দুয়ারে এসে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের স্থায়ী সুপার,জনগনের পরিষেবা দেবার জন্য পরে থাকা আল্ট্রা সাউন্ড মেশিন চালু করা,ব্লাড ব্যাংকের দাবিতে হাসপাতালের অস্থায়ী সহকারী সুপার সঞ্চারী ভট্টাচার্য এর সামনে একঘন্টা ধর্না ও বিক্ষোভ দেখলো কালিয়াগঞ্জ শহর মণ্ডল কমিটির সভাপতি গৌরাঙ্গ দাসের নেতৃত্বে সোমবার।

বেশ কিছুদিন যাবত কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে স্থায়ী সুপার না থাকায় হাসপাতালের কাজ কর্ম একরকম বলা যায় লাঠে ওঠার মতই।অন্যদিকে দীর্ঘদিন ধরে হাসপাতালে আসা রোগীদের পরিষেবা দেবার জন্য আনা হয়েছে আল্ট্রা সাউন্ড মেশিন।কিন্তু সেই মেশিন আজ পর্যন্ত চালু করবার কোন নেই উদ্যোগ।নেই ব্লাড ব্যাংক,পরিষেবার বালাই নেই।

 

হাসপাতালের নানান অব্যাবস্থার কারনে সোমবার বিকেলে বিজেপির কালিয়াগঞ্জ শহর মণ্ডলের সভাপতি তথা কালিয়াগঞ্জ পৌর সভার ১০ ওয়ার্ডের কাউন্সিলর গৌরাঙ্গ দাসের নেতৃত্বে একটি বিশাল মিছিল কালিয়াগঞ্জ সুকান্ত মোড়ের দলীয় কার্যালয় থেকে বেরিয়ে বিবেকানন্দ মোড় হয়ে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপারের অফিসের সামনে গিয়ে ধর্না ও বিক্ষোভ দেখায়। জানা যায় উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য দপ্তরের ডেপুটি সি এম ও এইচ _২ তিনি অস্থায়ী ভাবে মাঝে মধ্যে এসে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের কাজ কর্ম নাম কে ওয়াস্তে দেখেন।বিজেপি নেতা গৌরাঙ্গ দাস বলেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে বেশ কিছু ভালো চিকিৎসক এলেও তাদেরকে কোন এক অজ্ঞাত কারনে অন্যত্র বদলি করা হয়েছে। বিজেপির লড়াকু নেত্রী দোলা মোদক বলেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল হলেও যেকোন চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে রেফার করার প্রবনতা আবার ফিরে এসেছে।বিজেপি নেতা সন্তোষ বেঙ্গানি বলেন আমরা দীর্ঘদিন থেকে ব্লাড ব্যাংকের পরিষেবা দেবার কথা বলে আসছি।কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোন হেলদোল নেই। তিনি বলেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ২৫০ বেডের একটি বিল্ডিংয়ের কাজ চলেছে অত্যন্ত ধীর গতিতে এক শ্রেণীর তৃণমূলের দালালদের দ্বারা কার্যত এই হাসপাতাল চলছে।বিজেপি নেতা গৌরাঙ্গ দাস বলেন তাদের বিজেপি দলের পক্ষ থেকে দাবি অবিলম্বে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে স্থায়ী একজন সুপার নিয়োগ করা হোক,কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের জন্য যে আল্ট্রা সাউন্ড মেশিন সাধারন মানুষদের পরিষেবা দেবার জন্য সরকারের টাকায় কিনে আনা হয়েছে তাকে দ্রুত কাজে লাগাতে হবে,ব্লাড ব্যাংকের ব্যাবস্থা করতে হবে।হাসপাতাল চত্বর প্রতিদিন পরিষ্কার রাখতে হবে।বিনা কারনে কোন রোগীকে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে রেফার করা যাবেনা।সহকারী সুপার সঞ্চারী ভট্টাচার্য স্মারক লিপি টি গ্রহন করে বলেন তিনি যথাস্থানে তাদের দাবিপত্র পাঠিয়ে দেবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *