প্রমথ নাথ দাস মেমোরিয়াল ফিজিক্স ল্যাবরেটরি উদ্বোধনে প্রয়াত শিক্ষ্কের সহধর্মিণী
1 min readপ্রমথ নাথ দাস মেমোরিয়াল ফিজিক্স ল্যাবরেটরি উদ্বোধনে প্রয়াত শিক্ষ্কের সহধর্মিণী
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩ মার্চ:রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রয়াত ফিজিক্সের শিক্ষক প্রমথ নাথ দাসের সন্মানে “প্রমথ নাথ দাস মেমোরিয়াল ফিজিক্স ল্যাবরেটরি উদ্বোধন করা হয়।উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রয়াত ফিজিক্সের শিক্ষক প্রমথ নাথ রায়ের ৮৪ বছরের সহধর্মিণী অবসর প্রাপ্ত শিক্ষিকা গীতা দাস।রবিবার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মঞ্চে এই উপলক্ষে একটি স্মরন সভার আয়োজন করা হয়।
স্মরন সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা,পৌর সভার ২ নম্বর ওয়ার্ডের কমিশনার রথীন্দ্র নাথ গুহ,জেলা পরিষদ সদস্য নিতাই বৈশ্য,কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ দেববর্মা,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অশোক কুন্ডু,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অমিত সাহা সহ অনেকেই।প্রকাশ,প্রয়াত ফিজিক্সের শিক্ষক প্রমথ নাথ দাস কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে র তৎকালীন পশ্চিম দিনাজপুর জেলার সেরা ফিজিক্সের শিক্ষক ছিলেন।যিনি বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন ১৯৯৮ সালে।