বিজেপিতে উন্নয়ন করার কোন জায়গা ছিল না তাই বিজেপি ছেড়েছি। বললেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী
1 min readবিজেপিতে উন্নয়ন করার কোন জায়গা ছিল না তাই বিজেপি ছেড়েছি। বললেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী
তন্ময় চক্রবর্তী :-মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছিল আমাকে এলাকার উন্নয়ন করার জন্য। কিন্তু বিজেপি তে থেকে উন্নয়ন করার কোন জায়গা ছিল না। বিজেপি শুধু কে ছিল আন্দোলন হোক প্রতিবাদ হোক আর ধর্মের নামে রাজনীতি হোক। সেটা আমার মতের সাথে মিলেনি। তাই আজকে আমার অবস্থান অন্য জায়গায়। এক একান্ত সাক্ষাৎকারের রায়গঞ্জে একথা বলেন বিধানসভার পিএসসি কমিটির চেয়ারম্যান তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী।প্রাক্তন বিজেপি জেলা সভাপতি সম্প্রতি রায়গঞ্জের রাস্তায় দন্ডি কেটে দাবি তুলেছেন এবার লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে ভূমিপুত্র বা ভূমিপুত্রী চাই এই বলে।
আপনি কি তার সাথে সহমত এই প্রশ্নের উত্তরে বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন,রায়গঞ্জের বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরী এই জেলার মানুষ নন।তাই জেলার প্রতি তার টান কিংবা আবেগ ছিল না।তাই জেলাতে যদি ভূমি পুত্র হয় এবার তাহলে খুব ভালো কাজ করবে। বর্তমান সাংসদ দেবশ্রী চৌধুরী তার প্রতিশ্রুতি অনুযায়ী কিছুই পূরণ করতে পারেননি। তিনি বলেন তিনি যখন বিজেপিতে ছিলেন তখন বিজেপির একাংশ তাকে হারানোর জন্য ময়দানে নেমে গিয়েছিলেন কারণ সেই ভাল কাজ করছিলাম আমি। আর দেবশ্রী চৌধুরী মনে মনে ভাবছিলেন যেভাবে কৃষ্ণ কল্যানী কাজ করছেন তাতে হয়তো বা আগামী লোকসভা নির্বাচনে তিনি টিকিট পাবেন না তার জায়গায় কৃষ্ণ কল্যানী টিকিট পেয়ে যাবেন। বর্তমান পরিস্থিতিতে যেভাবে পশ্চিমবঙ্গে উন্নয়নমূলক কাজ করে চলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে আগামী লোকসভা নির্বাচনে কোন দলের জায়গা নেই এখানে। তিনি বলেন তৃণমূল কংগ্রেস নিজের শক্তিতেই পশ্চিমবঙ্গে লড়াই করবে। ভোটের পর দেখা যাবে কি হয় অংক কোন দিকে যায়।