ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কালিয়াগঞ্জ সুকান্ত শিশু বিকাশ বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
1 min readব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কালিয়াগঞ্জ সুকান্ত শিশু বিকাশ বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
তন্ময় চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২ ফেব্রুয়ারী:ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার অনুষ্ঠিত হল সুকান্ত শিশু বিকাশ বিদ্যাপীঠের পার্শ্ববর্তী ময়দানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথা সাংবাদিক ও আকাশবাণীর গীতিকার তপন চক্রবর্তী,অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রাধিকা রঞ্জন দেবভূতি এবং অনুষ্ঠানের সভাপতির পদ অলঙ্কৃত করেন অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক চন্দ্র নাথ সাহা।
সকাল থেকে বিদ্যালয়ের কচিকাঁচাদের বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা খেলার মাঠ বর্নময় করে তোলে।ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল অঙ্কুর_ ৫০,মিটার দৌড় ও বিস্কুট কুরানো দৌড়।নার্সারী _বালক বালিকা ৫০ মিটার ও ফুল কুরানো দৌড়।কেজি_ বালক ৭৫ মিটার ও হামাগুড়ি দৌড় ও বার্ড ফ্লাই।প্রথম শ্রেণী_বালক_১০০ মিটার ও ব্যাঙ লাফানো দৌড়।বালিকা_১০০ মিটার দৌড় ও অঙ্ক দৌড়।বালক বালিকা_ দ্বিতীয় শ্রেণী_১০০ মিটার দৌড় ও ভারসাম্য দৌড়।তৃতীয় শ্রেণী_বালক_১০০ মিটার দৌড়,দীর্ঘ লম্ফন, ও বাস্কেট বল।চতুর্থ শ্রেণী_১০০ মিটার দৌড় ও দীর্ঘ লম্ফন,ও বাস্কেট বল।ক্রীড়া প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন সাংবাদিক রাধিকা রঞ্জন দেবভুতি,অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দ্র নাথ সাহা, ঝন্টু মোদক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন।সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন শ্রীমতী রিঙ্কু মোদক।