October 27, 2024

ধর্মতলার সমাবেশ কে কেন্দ্র করে ইটাহারের তৃনমূল নেত্রী পুজা আচার্য্য নেতৃত্বে মিছিলে হাটলেন কয়েকশ তৃনমূল কর্মিরা

1 min read
শঙ্কর গুপ্তা।উত্তর দিনাজপুরঃ–   য ত ই   ২১ শে জুলাই এগিয়ে  আসছে ততই তৃনমূল কংগ্রেস কর্মি সমর্থকদের উৎসাহ বেরেই চলছে।জননেত্রি মমতা ব্যানার্জী এবার ২১ শে জুলাই শহীদ দিবশে কলকাতায় মঞ্চে কি  বার্তা দেন  সেটা জানার জন্য তৃনমূলের সর্বস্তরের কর্মিরা এখন ভীষন ব্যাস্ত ২১ শে জুলাই ধর্মতালার সমাবেশ কে কেন্দ্র করে নিজ নিজ এলাকার সাধারন মানুষদের নিয়ে কলকাতা যাওয়ার জন্য প্রস্তুতি নিতে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কোথাও চলছে কর্মি  বৈঠক,কোথাও বাড়ি প্রচার কোথাও বা আবার মিছিল এর মাধ্যেমে প্রচার করতে। আজ উত্তর দিনাজপুর জেলার ইটাহারে দেখা গেল সদ্য জেলা পরিষধের আসনে জয়ী প্রার্থী তথা তৃনমূলের লড়াকু নেত্রী পুজা আচার্য্য কয়েকশ মানুষ কে সঙ্গে নিয়ে  একটি মিছিল করতে।ইটাহারে বিভিন্ন জায়গায় এই মিছিল পরিক্রমা করে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মিছিল কে কেন্দ্র করে সাধারন তৃনমূল কর্মিদের  মধ্যে  উৎসাহ চোখে পড়ার মত। পুজা আচার্য্য বলেন, রাজ্যের লড়াকু সাধারন মানুষের জননেত্রী মমতা ব্যানার্জীর বিভিন্ন উন্নয়ন মুলক কাজ ইতিমধ্যে রাজ্যের সাধারন মানুষের কাছে জনপ্রিয় হয়ে গিয়েছে। মানুষকে আর নতুন করে বোঝাতে হচ্ছে না।মানুষ নিজেদের কাজ নিজেরাই বুঝে নিচ্ছেন সঠিক সময়ে। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা লড়াইয়ের ময়দান থেকে ছিটকে গিয়েছে।আগামীতে লোকসভা ভোট তাই এই ভোটের দিকে তাকিয়ে এবার নতুন করে মাঠে নামার পালা।তাই আগামী দিনে মমতাময়ী  জননেত্রী ২১ শের মঞ্চে কি বার্তা দেন লোকসভা নির্বাচনের আগে সেদিকে এখন তাকিয়ে রয়েছেন।তাই ইতিমধ্যে ইটাহারের ব্লকের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার মানুষ কলকাতায় যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *