প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক তথা হেমতাবাদের জননেতা মিহির দাশগুপ্ত
1 min readপ্রয়াত হলেন প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক তথা হেমতাবাদের জননেতা মিহির দাশগুপ্ত
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৯ জানুয়ারি:প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেস নেতা তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারন সম্পাদক ও হেমতবাদের বিশিষ্ট জননেতা ও সংস্কৃতি কর্মী মিহির দাশগুপ্ত।শুক্রবার ভোর ৬,১৫ মিনিটে মালদায় একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসকদের সব রকম চেষ্টাকে ব্যর্থ করে কংগ্রেস নেতা মিহির দাশগুপ্ত না ফেরার দেশে চলে যান।মৃত্যু কলে তার বয়স হয়েছিল ৭৩ বছর।সম্প্রতি বাড়িতে পরে গিয়ে
তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে সেখান থেকে মালদার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়।কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে তিনি শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।শুক্রবার মালদা থেকে তার মরদেহ উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের রায়গঞ্জের দলীয় কার্যালয়ে আনা হলে সেখানে জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত সহ কংগ্রেস কর্মীরা মিহির দাশগুপ্তের প্রতি শেষ শ্রদ্ধা জানান।জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন মিহির দাশগুপ্ত ছিলেন কংগ্রেসের একজন জননেতা।তিনি যেমন ছিলেন সুবক্তা,তেমনি একজন সংস্কৃতি কর্মী।মিহির দাশগুপ্ত হেমতাবাদের সুস্থ সংস্কৃতির স্বার্থে গড়ে তুলেছিলেন হেমতাবাদ বাদকংগ্রেসের এই ক্ষতি কোন দিন পূরন হবেনা।রায়গঞ্জ থেকে মিহিরবাবুর মৃতদেহ হেমতাবাদের বাড়িতে আনাহলে শোকাহত বিশিষ্ট জনেরা মিহির বাবুর বাড়িতে এসে শেষ শ্রদ্ধা জানান।পরবর্তীতে ঠাকুরবাড়ি মহ শ্মশানে তার শেষ কৃত্য সমাধান হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক কন্যা রেখে গেছেন।