October 24, 2024

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিন্দল সারদা শিশু মন্দিরের ছাত্র ছাত্রীদের বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্যে দিয়ে শুরু হল ছাত্র ছাত্রীদের ক্রীড়ানুষ্ঠান ও সংস্কৃতির আসর_

1 min read

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিন্দল সারদা শিশু মন্দিরের ছাত্র ছাত্রীদের বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্যে দিয়ে শুরু হল ছাত্র ছাত্রীদের ক্রীড়ানুষ্ঠান ও সংস্কৃতির আসর_

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৮ বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমার বিন্দলে সারদা শিশু মন্দিরের ছাত্র ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়। সারদা শিশু মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বি এস এফ এর ৭২ নম্বর সেক্টরের কমান্ড্যান্ট সঞ্জীব সিংহ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট কবি অশোক রায়,

 

প্রাক্তন শিক্ষক ব্যোমকেশ রায় ও বীরেন্দ্র নাথ ঘোষ।সারদা শিশু মন্দিরের প্রধান শিক্ষক চঞ্চল কুমার ঘোষ বলেন বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আমি শুধু গর্বিত নই আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ক্রীড়া উৎসব বি এস এফ এর কমান্ড্যান্ট সঞ্জীব সিংহ উদ্বোধন করায় আমরা প্রচন্ড খুশি ও গর্ব।বোধ করছি।বি এস এফের ৭২ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সঞ্জীব সিংহ ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন ছাত্র ছাত্রীরা তোমরা দেশের ভবিষ্যত।তোমাদের ভালোভাবে শিক্ষা নিতে হবে।ভালো চরিত্র গঠন করতে হবে।আগামী দিনে এই দেশের দায়িত্ব নিতে হলে এখন থেকে সেই ভাবেই মানুষ তৈরি হয়ে দেশের কাজে যোগ দিতে হবে বলে তিনি মনে করেন।খেলা ধুলা নিয়মিত চর্চার মধ্য দিয়ে সুস্বাস্থ্যবান একজন নাগরিক তৈরি হতেই হবে বলে তিনি মনে করেন

3 thoughts on “ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিন্দল সারদা শিশু মন্দিরের ছাত্র ছাত্রীদের বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্যে দিয়ে শুরু হল ছাত্র ছাত্রীদের ক্রীড়ানুষ্ঠান ও সংস্কৃতির আসর_

  1. I blog frequently and I truly thank you for your information. This article has really peaked my
    interest. I’m going to bookmark your blog and keep checking for
    new information about once per week. I opted in for your
    Feed too.

  2. An intriguing discussion is worth comment. I do believe that you need to publish more on this subject matter, it may not be a taboo subject but generally people do not discuss these issues.
    To the next! Many thanks!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *