অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকার আমন্ত্রন পেলেন কালিয়া গঞ্জের দুই মহারাজ
1 min readঅযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকার আমন্ত্রন পেলেন কালিয়া গঞ্জের দুই মহারাজ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ১৪ জানুয়ারি:আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এলাকার দুই মহারাজ স্বামী জ্যোতির্ময়নন্দ মহারাজ এবং স্বমি শিবাত্মা নন্দ মহারাজ ডাক পেলেন।ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২২ জানুয়ারি বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করবেন।
অযোধ্যা থেকে কালিয়াগঞ্জের কুনোরে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়নন্দ মহারাজের নামে এবং নসিরহাট বিস্বদেব মঠের স্বামী শিবাত্নানন্দ মহারাজ তার নামে আমন্ত্রন পত্র পেয়ে আপ্লুত। জানা যায় আগামী ১৯ জানুয়ারি আমন্ত্রিত দুই মহারাজ অযোধ্যার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান।রাম মন্দিরের উদ্বোধনের স্মরনীয় অনুষ্ঠানে আমরা কালিয়াগঞ্জবাসির প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে গর্বিত বলে জানান রবিবার।