৩৭ তম নর্থ জোন সাব জুনিয়ার খোখো প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর জেলার মহিলা ও পুরুষ দল রানার্স
1 min read৩৭ তম নর্থ জোন সাব জুনিয়ার খোখো প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর জেলার মহিলা ও পুরুষ দল রানার্স
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৭ জানুয়ারি: রবিবার শিলিগুড়িতে ৩৭ তম উত্তর জোন সাব জুনিয়র খো খো প্রতিযোগিতায় ফাইনালে শিলিগুড়ির কাছে এক পয়েন্টে মহিলা দল পরাজিত হয়ে রানার্স হয় এবং ছেলেদের দল দুই পয়েন্টে শিলিগুড়ির কাছে পরাজিত হয়ে রানার্স হয়।
মেয়েদের বিভাগে উওর দিনাজপুর এর চন্দনা রায় ফাইনালে বেস্ট চেজার ও ছেলেদের বিভাগে মনোজিত রায় বেস্ট চেজার এর পুরস্কার পেয়েছে।সেমিফাইনালে উভয় দলই কোচবিহারকে হারিয়ে ফাইনালে উঠে।উল্লেখ যে রানার্স হওয়ার জন্য উভয় দলই রাজ্য স্তরের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো।এই খবরটি জানান উত্তরবঙ্গ খো খো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বরুণ দাস।