ইন্ডোলজি মিটে হিস্টোরি ইয়ান অফ দা ইয়ার ২০২৩ এ এওয়ার্ড পেলেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক ড:বিপুল মণ্ডল
1 min readইন্ডোলজি মিটে হিস্টোরি ইয়ান অফ দা ইয়ার ২০২৩ এ এওয়ার্ড পেলেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক ড:বিপুল মণ্ডল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৫ ডিসেম্বর:রবিবার রায়গঞ্জের ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স সভাকক্ষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজের ইতিহাস বিভাগের প্রধান ড:বিপুল মণ্ডলকে দেওয়া হল এবারের ইন্ডলোজি এওয়ার্ড।যাকে বলা হয় হিস্টোরিয়ান অফ দি ইয়ার।অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির আসন অলংকৃত করেন
ইন্ডিয়ান স্টাটিস্টিকাল ইনস্টিটিউটের ড:কুণাল চট্টোপাধ্যায়।মুল বক্ত্য হিসাবে উপস্থিত ছিলেন ড: মলয় দেব এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমদাদ হোসেন।অধ্যাপক এমদাদ হোসেন ড:বিপুল মণ্ডলের হাতে পুরস্কার তুলে দেন।অধ্যাপক ড: বিপুল মণ্ডলকে ইতিহাসে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পান বলে জানা।অধ্যাপক ড:বিপুল মণ্ডল ইতিমধ্যেই, জাতীয় ,আন্তর্জাতিক ও আঞ্চলিক স্তরে বহু প্রবন্ধ প্রকাশ করেছেন।তার প্রকাশিত প্রবন্ধের সংখ্যা একশো ছাড়িয়ে গেছে বলে জানা যায়।ড:বিপুল মণ্ডল ছাড়াও ঐ সাহিত্যের অনুষ্ঠানে ত্রিপুরার সাহিত্যিক ড: ভাস্কর রায় এবং রায়গঞ্জের সৌরেন চৌধুরী পুরস্কৃত হয়। ইন্ডলোজি ইংরেজি ম্যাগাজিনের সম্পাদক বিনয় লাহা বলেন তিনি প্রতি বছর এই পুরস্কার রাজ্যের ও ভিন রাজ্যের প্রতিষ্ঠিত সাহিত্যিক ও ইতিহাসবিদদের হাতে তুলে দিয়ে থাকেন।এই অনুষ্ঠানে দিল্লী,ত্রিপুরা,নেপাল ও ভুটানের বেশ কিছু সাহিত্যিকরা উপস্থিত হওয়ায় যেন চাঁদের হাট বসে কিছু সম য়ের জন্য।