৬৭ তম রাজ্য খো খো প্রতিযোগিতার উদবোধন হল বুধবার ডালিমগাও উচ্চ বিদ্যালয়ে
1 min read৬৭ তম রাজ্য খো খো প্রতিযোগিতার উদবোধন হল বুধবার ডালিমগাও উচ্চ বিদ্যালয়ে
বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়া গঞ্জ ব্লকের ডালিমগাও উচ্চ বিদ্যালয়ে ডিস্ট্রিক্ট স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস উত্তর দিনাজপুর জেলার পরিচালনায় এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের ব্যাবস্থাপনায় চার দিনের অনূর্ধ ১৪ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের খো খো রাজ্য প্রতিযোগিতা শুরু হয়।চলবে ২৩ সে ডিসেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ৬৭ তম রাজ্য খো খো প্রতিযোগিতার উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সবাধিপাতি পম্পা পালের সাথে ইসলামপুর পিয়র সভার পৌর পিতা কানাইয়া লাল আগরওয়াল এবং রায়গঞ্জের বিধায়ক তথা বিধান সভার পি এ সি কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী এবং কালিয়া lগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার। রাজ্যের ২৩ টি জেলার স্কুলের মধ্যে ৬৭ তম রাজ্য খো খো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে মোট ১৮ টি জেলার অনুর্ধ “১৪” বয়সী ছাত্র ছাত্রীরা। যার মধ্যে দক্ষিণ বঙ্গের ১৪ টি জেলার এবং উত্তর বঙ্গের ৪টি জেলা র ছাত্র ছাত্রীরা এই রাজ্য প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে বলে অসিত বরন গায়েন সাধারন সম্পাদক জেলা স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস উত্তর দিনাজপুর জানান সাংবাদিকদের।
10 thoughts on “৬৭ তম রাজ্য খো খো প্রতিযোগিতার উদবোধন হল বুধবার ডালিমগাও উচ্চ বিদ্যালয়ে”