শুক্রবার থেকে দিঘায় তিনদিনের প্রধান শিক্ষক শিক্ষিকাদের বাৎসরিক সভা শুরু
1 min readশুক্রবার থেকে দিঘায় তিনদিনের প্রধান শিক্ষক শিক্ষিকাদের বাৎসরিক সভা শুরু
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৬ ডিসেম্বর:শুরু হল নিউ দিঘায় তিনদিনের বাৎসরিক সভা দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের জাহাজ বাড়িত অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস এর চতুর্থ রাজ্য বার্ষিক সভা।শুক্রবার নিউ দিঘায় এক বিশাল পদযাত্রায় শিক্ষক শিক্ষিকা হাতে
বিভিন্ন দাবির প্লাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে পথ পরিক্রমা করে বলে জানা যায়। তাদের মূল দাবিগুলির মধ্যে ছিল রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের শূন্য পদে অবিলম্বে স্বছ নিয়োগ করতে হবে,ডি এ প্রদান করতে হবে,প্রতিটি বিদ্যালয়ে নৈশ প্রহরী নিয়োগ করতে হবে।সংগঠনের সাধারন সম্পাদক চন্দন মাইতি তার বক্তব্যে কি ভাবে রাজ্যের বিদ্যালয়গুলোতে শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।রাজ্যের ২৩ টি জেলা থেকে ৬০০ জন প্রধান শিক্ষক ও শিক্ষিকা এই সভায় উপস্থিত হয়ে শিক্ষার উন্নয়নে সার্বিক আলোচনা করবেন এই তিনদিন।সংগঠনের উত্তর দিনাজপুর জেলার সাধারন সম্পাদক অজয় কুমার রায় বলেন তাদের দীঘায় অনুষ্ঠিত তিনদিনের সভা রাজ্যের শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলবে বলেই তিনি মনে করেন।