পুলিশ ক্যাম থেকে পুলিশ ফাড়িতে রুপান্তর কাজের সূচনা করলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সহ করণদিঘীর বিধায়ক ও জেলা সভাধিপতি।
1 min readপুলিশ ক্যাম থেকে পুলিশ ফাড়িতে রুপান্তর কাজের সূচনা করলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সহ করণদিঘীর বিধায়ক ও জেলা সভাধিপতি।
মোহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেঢ়নায় ও করণদিঘীর বিধায়ক গৌতম পালের প্রচেস্টায় ও উদ্যোগে রসাখোয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ রসাখোয়া Police Camp কে রসাখোয়া ফাড়িতে রুপান্তর এর শুভ উদ্বোধন করা হয় আজ ।
উত্তর দিনাজপুর জেলার অন্যতম ব্যবসায়িক কেন্দ্র রসাখোয়া এবং পাশে রয়েছে ভারত-বাংলা সীমানা তাই সেদিকে লক্ষ্য রেখে রসাখোয়া পুলিশ Camp কে রসাখোয়া ফাড়িতে রুপান্তর এর শুভ উদ্বোধন করা হয়। এই প্রসঙ্গে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার IPS মোহাম্মদ সানা আখতার বলেন, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো মানুষের। বিধায়কের ঐকান্তিক প্রচেষ্টায় সফল হলো। আমরা মানুষের আরও কাছে পৌঁছে যেতে পারবো এবং ভালোভাবে সবরকম পরিষেবা প্রদান করতে পারবো। ফাঁড়িতে অফিসার থাকেন, ফোর্স থাকবে, প্রয়োজনে লেডি কনস্টবল দেওয়া হবে।