October 24, 2024

দানগ্রাম চৌধুরী ঠাকুরবাড়ির ১২৫ তম দুর্গাপূজা উপলক্ষে বিশেষ স্মরণিকা “যতীন্দ্রায়ন”প্রকাশ

1 min read

দানগ্রাম চৌধুরী ঠাকুরবাড়ির ১২৫ তম দুর্গাপূজা উপলক্ষে বিশেষ স্মরণিকা “যতীন্দ্রায়ন”প্রকাশ

তন্ময় চক্রবর্তী,দান গ্রাম,২১ অক্টোবর: দক্ষিণ দিনাজপুর জেলার বর্ধিষ্ণু গ্রাম বলে পরিচিত দান গ্রাম চৌধুরী ঠাকুরবাড়ির মুখপাত্র শারদীয়া দুর্গাপূজার মহা সপ্তমীর সন্ধ্যায় বিশেষ স্মরণিকা “যতীন্দ্রায়ন” এর উদ্বোধন করা হয় উপস্থিত বিশিষ্ট জনেদের উপস্থিতিতে। অনুষ্ঠানের শুভ সূচনা হয় দীপান্বিতা চৌধুরী লাহার স্রোত পাঠের মধ্য দিয়ে।দান গ্রাম চৌধুরী ঠাকুরবাড়ি সান্ধ্য অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তি মালদা থেকে আগত বিশিষ্ট কবি গোপাল লাহা,আকাশবানীর গীতিকা র, সঙ্গীত শিল্পী ও সাংবাদিক তপন চক্রবর্তী,

 

 

বিশিষ্ট ইতিহাস অনুসন্ধানকারী ভানু প্রতাপ শর্মা, বিশিষ্ট কবি ড:কাঞ্চন দে, বিশিষ্ট সমাজসেবী সুদীপ্ত চৌধুরী, বিশিষ্ট কবি শুভঙ্কর রায়,কবি অঞ্জু অধিকারী,বিশিষ্ট সমাজসেবী অনুপ চৌধুরী এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেবব্রত দাস।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড:কাঞ্চন দে,ভানু প্রতাপ শর্মা,তপন চক্রবর্তী,অঞ্জু অধিকারী,গোপাল লাহা,শুভঙ্কর রায়,অনুপ চৌধুরী এবং দেবব্রত দাস।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আকাশবাণীর গীতিকার,সঙ্গীত শিল্পী ও সাংবাদিক তপন চক্রবর্তী তার নিজের লিখা সুরে একটি আগমনী সঙ্গীত এবং একটি জেলার গান।সঙ্গে সঙ্গত করেন বিশিষ্ট তবলা বাদক দেবব্রত দাস।অনুষ্ঠানে চৌধুরী ঠাকুরবাড়ির প্রকাশিত শারদসংখ্যায় যে সমস্ত লেখকদের লেখা প্রকাশিত হয়েছে তাদের প্রত্যেকের হাতে একটি করে শারদ সংখ্যার সাথে একটি করে সন্মাননাপত্র তুলেদেন পত্রিকা সম্পাদক তথা দান গ্রাম চৌধুরী বাড়ির সুযোগ্য পুত্র সত্যব্রত চৌধুরী। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুরূপে পরিচালনা করেন সত্যব্রত চৌধুরী।

2 thoughts on “দানগ্রাম চৌধুরী ঠাকুরবাড়ির ১২৫ তম দুর্গাপূজা উপলক্ষে বিশেষ স্মরণিকা “যতীন্দ্রায়ন”প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *