মহালয়ার সাত সকালে কালিয়াগঞ্জে উত্তর প্রসঙ্গ আয়োজিত জমজমাট “বৈঠকী আড্ডা”
1 min readমহালয়ার সাত সকালে কালিয়াগঞ্জে উত্তর প্রসঙ্গ আয়োজিত জমজমাট “বৈঠকী আড্ডা”
তন্ময় চক্রবর্তী,কালিয়াগঞ্জ,,১৪ অক্টোবর:,শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে মহালয়ার সকালে উত্তর প্রসঙ্গ আয়োজিত বৈঠকী আড্ডা বসে কালিয়াগঞ্জ শহরের বিশিষ্ট সাহিত্যিক ও কবি রাজ কুমার জাজোদিয়ার বাস ভবনে। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে বৈঠকী আড্ডার সূচনা হয়।সাহিত্যের বৈঠকী সভায় সাহিত্যের বিভিন্ন আঙ্গিক নিয়ে আলোচনার পূর্বে সবার সাথে পরিচিতি পর্ব সারা হয়। কোচবিহার জেলার উত্তর প্রসঙ্গ সাহিত্য পত্রিকার সম্পাদক দেবব্রত চাকি বৈঠকী আড্ডায় তিনি বলেন উত্তর প্রসঙ্গ উত্তর বঙ্গের বিভিন্ন জেলার নানান সমস্যা ধরে ধরে এক একটি সংখ্যা জেলার সাধারন মানুষ এবং সাহিত্য প্রেমীদের উপহার দিতে চায়। দেবব্রত বাবু বলেন উত্তরবঙ্গের মানুষদের নানান ধরনের বিভিন্ন গোষ্ঠী,বিভিন্ন কলোনী বিভিন্ন গ্রামে গঞ্জের হাট বাজার,বিশেষ বিশেষ উৎপাদিত দ্রব্য নিয়ে আমরা অনেক লিখালিখি করতেই পারি।সাহিত্য মানে শুধু সাহিত্য নয়,সাহিত্যের মাধ্যমে অনেক অসম্ভবকে সম্ভব করা যেতে পারে।
উত্তর প্রসঙ্গের সম্পাদক দেবব্রত চাকি তিনি কোচবিহারে থাকলেও উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় এসে বৈঠকী আড্ডার আয়োজন করে উপস্থিত সাহিত্য প্রেমীদের প্রশংসা অর্জন করেন।সাহিত্যের আড্ডায় উপস্থিত উত্তর দিনাজপুর জেলার হেরিটেজ কমিটির সদস্য ড: বৃন্দাবন ঘোষ বলেন উত্তর প্রসঙ্গের সাথে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে যুক্ত।তিনি বলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের একসময়কার মধুপর্নি পত্রিকা যে কাজটা করতো সেই ধরনের বিভিন্ন জেলার আঙ্গিকে উত্তর প্রসঙ্গ সাহিত্য বিষয়ক পত্রিকা কাজ করতে চায়।আমি ব্যক্তিগত ভাবে সাধুবাদ জানাই।কালিয়াগঞ্জের প্রতীতি সাহিত্য সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক ড:কাঞ্চন দে বলেন উত্তর প্রসঙ্গের সম্পাদক দেবব্রত চাকী যে ভাবে তার প্রকাশিত উত্তর প্রসঙ্গ পত্রিকার মাধ্যমে গুরুত্বপূর্ন বিষয়ের উপর বিশেষ সংখ্যা প্রকাশ করে চলেছে একটার পর একটা এখান থেকে আমাদের অনেক কিছু নেবার আছে।
তিনি বলেন আমরা চাই দেবব্রত চাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা নিয়ে একটি বিশেষ সংখ্যা করুক যেখানে দুই দিনাজপুর জেলার প্রাসঙ্গিক বিষয় গুলি নিয়ে দুই জেলার সাহিত্যিকদের গুরুত্বপূর্ন লিখা গুলি থাকবে।বিশিষ্ট প্রাবন্ধিক রাজ কুমার জাজোদিয়া বলেন আজ মহালয়ার পবিত্র দিনে আমার নিবাসে উত্তর প্রসঙ্গের উদ্যোগে বৈঠকী আড্ডার অনুষ্ঠান হওয়ায় আমি ধন্য।সাহিত্য এক স্থানে সীমাবদ্ধ না থেকে তার বিচরন ক্ষেত্রের কোন সীমা না থাকাই উচিৎ বলে আমি মনে করি।উত্তর প্রসঙ্গের সম্পাদক দেবব্রত চাকী যে ভাবে মন প্রাণ সপে দিয়ে সাহিত্যের আঙিনায় কাজ করে চলেছে তার কোন তুলনা হয় না। বর্ষীয়ান সাংবাদিক তথা কবি রাধিকা রঞ্জন দেবভূতি বলেন বৈঠকী আড্ডার মাধ্যমে ভাবের আদান প্রদান একটা বড় জিনিস।মাঝে মধ্যে এই ধরনের বৈঠকের আয়োজন আমরা করতে পারি।বিশিষ্ট সাংবাদিক তথা আকাশবাণীর গীতিকার ও সঙ্গীত শিল্পী তপন চক্রবর্তী বলেন মহালয়ার সকালে উত্তর প্রসঙ্গের সম্পাদক দেবব্রত চাকী দেখিয়ে দিলেন তিনি কোচবিহারে থাকলেও সাহিত্যের টানে তিনি উত্তর দিনাজপুর জেলা ও দক্ষিণ দিনাজপুর জেলায় এসেও মহালয়ার সকালে বৈঠকী আড্ডা জমিয়ে দিতে পারেন।এটা আমাদের কাছে বিরাট পাওয়া যা আমরা এখনো করতে পারিনি।উনি করে তা দেখিয়ে দিচ্ছেন।বৈঠকী আড্ডার অনুষ্ঠানে আকাশবাণীর গীতিকার ও সাংবাদিক তপন চক্রবর্তী মহালয়ার একটি গানের সাথে উত্তর দিনাজপুর জেলার একটি গান গেয়ে শোনান।কালিয়াগঞ্জ প্রতীতি সাহিত্য সংস্থার যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার রায় বলেন এমন ধরনের সাহিত্যের বৈঠকী সভা হলে ভাব বিনিময়ের সুযোগ থাকে। প্রতীতির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য স্বর্নময় অধিকারী বলেন আমরা আশা করবোএই ধরনের বৈঠকী আড্ডা মাঝে মধ্যেই হলে অনেক কিছু অজানা তথ্য জেনে নিজেকে সমৃদ্ধ করা যায়।প্রকাশ, প্রতী তি সাহিত্য সংস্থার বিগত বছরের প্রকাশিত শারদ সংখ্যা উত্তর প্রসঙ্গের সম্পাদক দেবব্রত চাকীর হাতে তুলে দেওয়া হয়।