January 10, 2025

কালিয়াগঞ্জ থেকে কর্ণজোরা শান্তি ও ঐক্যের লক্ষে সেন্টজেভিয়ার্স স্কুলের ছাত্রদের সাইকেল রালি_

1 min read

কালিয়াগঞ্জ থেকে কর্ণজোরা শান্তি ও ঐক্যের লক্ষে সেন্টজেভিয়ার্স স্কুলের ছাত্রদের সাইকেল রালি

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৩ অক্টোবর:শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়া গঞ্জ শহর থেকে সকালে বিশ্ব শান্তি ও ঐক্যের লক্ষে রায়গঞ্জ সেন্টজেভিয়ার্স বিদ্যালয়ের ১২০ জন ছাত্র কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জের কর্ণজোড়ায় দৌড়ে অংশ গ্রহন করে   ।

শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়া গঞ্জে সকালে কালিয়াগঞ্জ গণেশ টকিজ থেকে রায়গঞ্জ কর্ণজোরার সেন্টজেভিয়ার্স স্কুল পর্যন্ত ২০কিমি রাস্তা বিশ্ব শান্তি ও সংহতির লক্ষে সাইকেল রালি হয়।শান্তির পতাকা নাড়িয়ে সাইকেল রালির উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা।

উপস্থিত ছিলেন ফাদার ড:দামিয়ন টুডু ছাড়াও বিশিষ্ট জনেরা। সেন্ট জেভিয়ার্স বিদ্যালয়ের ছাত্রদের হাতে বিভিন্ন ধরনের ফল ও চকলেট তুলে দেন বিশিষ্ট সমাজসেবী বিনোদ রুংটা,মৈনাক জৈন সহ বহু বিশিষ্ট ব্যক্তিগন। বিশ্বশান্তিসংহতির রালী দেখবার জন্য ভোর হতেই কালিয়াগঞ্জ শহরের মারোয়ারী পট্টি এলাকায় প্রচুর মানুষেরভির হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *