January 10, 2025

কালিয়াগঞ্জ পৌর সভায় ১২ দফা দাবির ভিত্তিতে বামেদের পক্ষ থেকে বিশাল ডেপুটেশন

1 min read

কালিয়াগঞ্জ পৌর সভায় ১২ দফা দাবির ভিত্তিতে বামেদের পক্ষ থেকে বিশাল ডেপুটেশন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৬ সেপ্টেম্বর:মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পিতার নিকট ১২ দফা দাবির ভিত্তিতে একটি ডেপুটেশন দেয় সিপিআইএম উত্তর লোকাল কমিটির কালিয়া গঞ্জের পক্ষ থেকে।ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন সিপিআইএম উত্তর এরিয়া কমিটির সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারী,ভারতেন্দ্র চৌধুরী, অয়ন দত্ত,জ্যোতি বিকাশ ভদ্র,দেবব্রত সরকার ও দিগেন রায়।

 

জানা যায় ১২ দফা দাবিগুলির মধ্যে অন্যতম দাবিগুলি ছিল কালিয়াগঞ্জ শহরের গুরুত্বপূর্ন রাস্তা গুলির সংস্কার অবিলম্বে করতে হবে, যত্রতত্র ড্রেনের কাজ শেষ করে ড্রেনের উপর ঢাকনা দেবার ব্যাবস্থা করতে হবে,কালিয়াগঞ্জ শহরে ডেঙ্গু মোকাবিলায় দ্রুত কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে,পৌর সভা কর্তৃক গৃহ নির্মাণ প্রকল্পের টাকা অবিলম্বে দেবার ব্যাবস্থা করতে হবে, ৬,৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ দেবার ব্যাবস্থা করতে হবে,,শহরের বিভিন্ন ডোবা,পুকুর বে আইনি ভাবে ভরাট করা চলবেনা,

 

শহরের শিশু উদ্যানগুলির বেহাল দশার সংস্কার করতে হবে।রাজ্যের বিভিন্ন পৌর সভায় অবৈধ উপায়ে নিয়োগের সাথে সাথে কালিয়াগঞ্জ পৌর সভাতেও অবৈধ উপায়ে ভাইস চেয়ারম্যানের ছেলেকে চাকরি দেবার ব্যাবস্থা কি ভাবে করা হল তার বিস্তারিত তথ্য জানা টে হবে।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা সিপিআইএম দলের ডেপুটেশন গ্রহন করে বলেন রাস্তার সংস্কারের কাজ খুব শীগ্রই শুরু করে দেওয়া হবে,শহরের ভেতরে অবস্থিত ডোবা,বা পুকুর ভরাট কেও যদি করে থাকে আমরা জানতে পারলেই দ্রুত তার ব্যাবস্থা নেওয়া হয়ে থাকে।সম্প্রতি কালিয়াগঞ্জ পৌর সভায় যে দুইজন কর্মচারী নিয়োগ করা হয়ছে সেটা এজেন্ট মারফত করা হয়েছে।এখানে দুর্নীতির কোন সুযোগ নেই বলে চেয়ারম্যান রাম নিবাস সাহা বলেন।পৌর সভার পৌর পিতাকে ডেপুটেশন দেবার পূর্বে কালিয়াগঞ্জ সুকান্ত মোড় থেকে একটি বিশাল মিছিল পৌর সভার চত্বরে উপস্থিত হলে সেখানে যুব নেত্রী ঈশানি বাগচী কালিয়াগঞ্জ তৃণমূল পরিচালিত পৌর সভার বিভিন্ন দুর্নীতি সম্পর্কে জোরালো বক্তব্য রাখেন বলে জানা যায়।

 

1 thought on “কালিয়াগঞ্জ পৌর সভায় ১২ দফা দাবির ভিত্তিতে বামেদের পক্ষ থেকে বিশাল ডেপুটেশন

  1. Сайт 1xBet считается одним из самых надежных онлайн букмекеров России. БК 1xBet пользуется огромной популярностью среди пользователей из РФ и стран СНГ. Лучшие коэффициенты ставок на спорт, лучшие онлайн игры, слоты казино и еще много других плюсов букмекерской конторы заслуживают внимания. Промокод 1xBet на сегодня и бесплатно. Для постоянных игроков БК 1хбет регулярно проводятся различные акции,1 x bet промокод в рамках которых любая положенная на счет сумма (в рамках определенных пределов) будет увеличена (обычно в два раза). Для вывода подарочных денег требуется поставить деньги несколько раз на события с определенными условиями. Ставки на спорт 2023 – Получить бонус 1xbet и промокод на 32500 рублей от официального сайта 1хбет. Бонус для новых игроков! При регистрации в 1xbet новые клиент получает бонус в размере 32500 рублей. Зарегистрироваться в 1XBet. Бонус действует только для новых пользователей 1xbet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *