মঙ্গলবারের রাতের প্রাকৃতিক দুর্যোগে রাধিকাপুরের সুকান দীঘি গ্রামের বেশ কিছু ঘরবাড়ি ভেঙে গেলে তৃণমূল দলের পক্ষ থেকে তাদের হাতে কিছু ত্রাণ সামগ্রী দিয়ে ঘরবাড়ি তৈরি করার আশ্বাস দেয়
1 min readমঙ্গলবারের রাতের প্রাকৃতিক দুর্যোগে রাধিকাপুরের সুকান দীঘি গ্রামের বেশ কিছু ঘরবাড়ি ভেঙে গেলে তৃণমূল দলের পক্ষ থেকে তাদের হাতে কিছু ত্রাণ সামগ্রী দিয়ে ঘরবাড়ি তৈরি করার আশ্বাস দেয়
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২০ সেপ্টেম্বর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের শুকান দীঘি এলাকায় অতর্কিতে প্রাকৃতিক দূর্যোগ নেমে আসার কারনে ঐ এলাকার ঘর বাড়ির ব্যাপক ক্ষতি হয় বলে জানা যায়।প্রাকৃতিক দুর্যোগের খবর পেয়েই কালিয়াগঞ্জ ব্লকের আই এন টি টি ইউসীর সভাপতি তথা তৃণমূলের জেলা পরিষদ সদস্য রামদেব সাহানি,অঞ্চল সভাপতি মন তাজুল রহমান,অঞ্চল সহ সভাপতি আব্দুল ওহাব গ্রামে গিয়ে তাদের কিছু ত্রান সামগ্রী ক্ষতি গ্রস্ত মানুষের হাতে তুলে দেওয়া হয় বলে তারা জানান।
জানা যায় কালিয়াগঞ্জ ব্লকের ব্লক তৃণমূল সভাপতি তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য নিতাই বৈশ্য কিছু বস্ত্রের সাথে কিছু পলিথিন তাদের হাতে তুলে দেবার ব্যাবস্থা করেন বলে জানা যায়।অল্প হলেও এই দুঃসমযে তাদের পাশে তৃণমূলের সাহায্য তাদের উপকারে লেগেছে বলে গ্রাম বাসীরা জানান।
Thanks for the good writeup. It in truth was once a leisure account it.
Look complicated to far added agreeable from you! By the way, how can we be in contact?
my webpage: KASACKS auf MEIN-KASACK.de