January 10, 2025

উত্তরবঙ্গের বর্ষীয়ান বিশিষ্ট বেতার শিল্পী অনিল পাল চলে গেলেন গানের আসরে গান শুনতে শুনতে না ফেরার দেশে অমৃত ধামে

1 min read

উত্তরবঙ্গের বর্ষীয়ান বিশিষ্ট বেতার শিল্পী অনিল পাল চলে গেলেন গানের আসরে গান শুনতে শুনতে না ফেরার দেশে অমৃত ধামে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৯ সেপ্টেম্বর:উত্তরবঙ্গের তথা উত্তর দিনাজপুর জেলার সুভাষগঞ্জের বর্ষীয়ান বেতার শিল্পী অনিল পাল গত ১৬ ই সেপ্টেম্বর রাত্রি ১১,১০ মিনিটে সুভাষগঞ্জে একটি ভাগবতের আসরে ভাগবত শুনতে শুনতে হটাৎ করে মৃত্যুর কোলে ঢলে পরে না ফেরার দেশে সেই অমৃত লোকে চলে গেলেন।মৃত্যু কালে বাউল ও লোকশিল্পীর বয়স হয়েছিল ৫৯ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী সহ দুইপূত্র ও এক ভাই রেখে গেছেন। প্রয়াত বেতার শিল্পী অনিল পাল ছিলেন উত্তর দিনাজপুর লোক প্রসার শিল্পী সমিতির সভাপতি।তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তার সুভাষগঞ্জের বাড়িতে

প্রচুর মানুষ তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যায়।প্রয়াত বেতার শিল্পী অনিল পালের ভাই শ্যাম সুন্দর পাল বলেন আমার দাদা চলে যাবার ফলে আমি আবার একবার পিতৃ হারা হলাম।শ্যাম বাবু বলেন তিনিই তাকে সঙ্গীত জগতে এনেছিলেন।তার হাতেই তার সংগীত শিক্ষা।শ্যাম বাবু বলেন দাদা চলে যাবার ফলে তার মাথার উপর থেকে বর বট গাছ ভেঙে পড়লো।

 

 

প্রয়াত অনিল পালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পরের দিন দক্ষিণ দিনাজপুর,মালদা,এবং শিলিগুড়ি থেকে বিশিষ্ট শিল্পীরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন।উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট লোকগীতি শিল্পী তরণী সেন মোহন্ত তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে বলেন আমাদের জেলার লোকশিল্পের একজন বোদ্ধা চলে গেলেন।অনেক ক্ষতি হল উত্তর দিনাজপুর জেলার।তিনি পরম শান্তিতে থাকুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *