রাজ্যে দুর্নীতিগ্রস্থরা যাতে শাস্তি পায় আদালতকে আরো শক্ত হওয়া উচিত বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন
1 min readরাজ্যে দুর্নীতিগ্রস্থরা যাতে শাস্তি পায় আদালতকে আরো শক্ত হওয়া উচিত বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন
রাজ্যে দুর্নীতিগ্রস্থরা যাতে শাস্তি পায় আদালতকে আরো শক্ত হওয়া উচিত বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। উত্তর চব্বিশ পরগনার দক্ষিণেশ্বরের আদ্যাপীঠে আজ মেরি মাটি মেরা দেশ কর্মসূচির অঙ্গ হিসেবে মাটি সংগ্রহ করেন, মন্দিরে সন্ধ্যারতি করেন শুভেন্দুবাবু।
এরপর তিনি সাংবাদিকদের বলেন, তৃণমূলের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস এন্ডস বাউন্ডসে দুর্নীতির টাকা ঢুকেছে তা প্রমাণিত। তাই তাকে গ্রেপ্তার করা উচিত বলে তিনি মন্তব্য করেন। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তার ঘনিষ্ঠদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে শুভেন্দু মন্তব্য করেন। কোনোরকম পরিকাঠামো তৈরি না করে ধুপগুড়িকে মহকুমা ঘোষণা করা হয়েছে বলেও শুভেন্দু মন্তব্য করেন।
The 1xBet Promo Code Free guarantees up to 100% bonus. The number of promo codes issued is limited by the terms of the promotion. 1xbet promo code free spins After the promotion ends, it will be your turn to issue a new code. The codes are always published on our website as current and valid 1xbet promo codes.