January 10, 2025

চিনির বদলে কেন গুড় খাবেন?

1 min read

চিনির বদলে কেন গুড় খাবেন?

উত্তর দিনাজপুর জেলার বহু কৃষক তাদের উৎপাদিত আখ দিয়ে আখের গুড় তৈরি করে থাকেন। নভেম্বর ও ডিসেম্বর মাসের শেষের দিকে তারা তাদের জমিতে আখের গুটি বপন করে আখের গাছ লাগান। এরপর দীর্ঘ দশ মাসের অপেক্ষা ও পরিচর্যার পর আখ গাছগুলি থেকে তারা আখের গুড় তৈরি করেন।

  

 

এবং সেই আখের গুড় বিভিন্ন বাজারে বাজারে বিক্রি করেন। তবে এই আখের গুড় কিভাবে তৈরি করা হয় জানেন কী? কৃষক অবেন দেবশর্মা জানান আখ গাছগুলো কেটে আখ কাটার ডিজেল চালিত মেশিন দিয়ে সেই আখের রস তারা বের করে নেন। রস বের করার পরে ছাঁকনি দিয়ে ময়লা পরিষ্কার করে টিনের বড় পাত্রে ঢেলে নেন।রস জাল দেওয়ার আগে ১৫ থেকে ২০ মিনিট স্থির অবস্থায় রসটিকে একটা পাত্রে রেখে দিতে হয়। যাতে এতে রসের মধ্যে থাকা ময়লা গুলো নিচে জমা হয়।

 

তারপর রসের উপরে জমাকৃত নোংরা সরিয়ে কাপড় দিয়ে ছেঁকে কড়াইতে ঢেলে দিতে হয়। তারপর কড়াইয়ের রস জাল দেওয়া শুরু করতে হয়। তারপর একটা বড় উনানে একটি বড় কড়াই বসিয়ে সেই উনুনে ঘণ্টা দুয়েক ধরে আখের রস জাল দিতে হয়। রস জাল দেয়ার সময় প্রথম অবস্থায় প্রচুর পরিমাণ নোংরা ভেসে ওঠে, যা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলতে হয়।ছাড়া ও নোংরা পরিষ্কার করা ও গুড়ের আঠালো ভাব আনার জন্য কিছু জিনিস সেই আখের রসে মিশাতে হয়।

 

 

যেমন,বন ঢেঁড়স, উলট কম্বল, শিমুলের চাল ও ঘৃতকুমারী ইত্যাদির আঠালো নির্জাস ব্যবহার করা হয়।এগুলোর কাণ্ড থেঁতলে জলে মিশিয়ে আখের রসের মধ্যে দিলে রসের ময়লা জমাটবদ্ধ হয়। এই ময়লা খুব সহজে ছাকনি দিয়ে ছেঁকে ফেলা যায়। এরপর রস যখন ঘন এবং লাল বর্ণ হয় তখন উনুন থেকে নামিয়ে নিতে হয়। গুড় নামানোর পর ঠান্ডা করা হয় এবং ঠান্ডা গুড় মাটির কলস বা মাটির পাত্র কিংবা টিনের ছাঁচের মধ্যে রেখে সংরক্ষণ করা হয় এবং বাজারজাত করা হয়। চিনির থেকে অনেক বেশি গুণ রয়েছে এই গুড়ের। তাই চিনি ছেড়ে আজ থেকেই গুড় খাওয়া শুরু করুন।

 

1 thought on “চিনির বদলে কেন গুড় খাবেন?

  1. 1xBet promo code free can guarantee you the maximum bonus 100%, all other 1xbet codes do not give you such bonuses. The number of promo codes issued is limited by the terms of the promotion. 1xbet singapore After the expiration of the promotion, it is the turn to issue a new batch of codes, which are published on our website always up-to-date and working promo codes for 1xbet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *