October 24, 2024

জমি জটে বন্ধ হয়ে থাকা কালিয়াগঞ্জ_ বুনিয়াদপূর সহ রেল প্রকল্পগুলি নিয়ে রেল মন্ত্রী মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ায় এলাকার মানুষ আশায় বুক বাধ্ছে

1 min read

জমি জটে বন্ধ হয়ে থাকা কালিয়াগঞ্জ_ বুনিয়াদপূর সহ রেল প্রকল্পগুলি নিয়ে রেল মন্ত্রী মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ায় এলাকার মানুষ আশায় বুক বাধ্ছে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১১ সেপ্টেম্বর: জমি জটে দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ_ বুনিয়াদপুর রেল প্রকল্প সহ চারটি রেল প্রকল্পের কাজ আদৌ শুরু হবে কিনা এটা একটা প্রশ্নের মুখে দাড়িয়েছে।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখা কেন্দ্রের রেল মন্ত্রীর চিঠি আসতেই উত্তর দিনাজপুর জেলায় যত্রতত্র চায়ের দোকানে সাধারন মানুষের মধ্যে আলোচনা চলছে এবার হয়তোবা রেলের জমির জট খুললেও খুলতে পারে। গত বৃহস্পতিবার জমি জটে আটকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক রেল প্রকল্পেরএই তালিকায় সবার প্রথমেই রয়েছে উত্তর দিনাজপুর জেলার দীর্ঘ প্রতীক্ষিত কালিয়াগঞ্জ_বুনিয়াদপুর বন্ধ হয়ে থাকা (৩৪) কিমি রেলপথের কাজ। এছাড়াও উত্তর দিনাজপুর জেলার অপর গাজোল _ ইটা হার (২৭) কিমি, ইটাহার_বুনিয়াদপুর (২৭) এবং রায়গঞ্জ_ ইটাহার রেল প্রকল্পগুলি।মমতা বন্দোপাধ্যায় রেল মন্ত্রী থাকার সময় কালিয়াগঞ্জ_ বুনিয়াদপুর রেল প্রকল্পটি তিনি তার শিলান্যাস করেছিলেন ২০১০ সালে।২০১০ সালে প্রকল্পটি ঘোষণা হবার পরে রেল দপ্তর এবং প্রশাসনের উদ্যোগে রেলের জমি চিনহিত করণের কাজ শুরু হয়ে যাবার সাথে সাথে কালিয়াগঞ্জ শ্রীমতী নদীর উপর নূতন সেতু নির্মাণের কাজ এবং কুশমন্ডির আমিনপুর রাজ্য সড়কের উপর রেল সেতুর পরিকাঠামো তৈরির কাজও শুরু হয়ে যায়।কিন্তূ বাঁধ কালিয়াগঞ্জ নাগরিক মঞ্চ।মঞ্চের নেতৃত্বের দাবি ছিল রেলের জন্য কৃষকরা অবশ্যই জমি দেবে কিন্তু সেই ক্ষেত্রে তাদের কয়েকটি স্বর্ত রেল কর্তৃপক্ষ কে মেনে নিতে হবে।

 

যার মধ্যে অন্যতম দাবি ছিল প্রতিটি রেলের জমি দাতাকে তার পরিবার থেকে একজনকে চাকরি দিতে হবে এবং জমির বর্তমান বাজার দর অনুযায়ী জমির মূল্য দিতে হবে।জমির বাজার দর অনুযায়ী মূল্য দিতে রাজি হলেও জমি দাতাদের পরিবারের একজনকে রেলে চাকরি দিতে হবে রেল দপ্তর কোন ভাবেই তা মানতে পারেনি।

ফলে কালিয়াগঞ্জ_ বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ শুরু হয়েও তা কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় ২০১২ সালে।এদিকে দীর্ঘ,১৪ বছরেও কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের বন্ধ হয়ে থাকা কাজ শুরু না হওয়ায় কালিয়াগঞ্জ _বুনিয়াদপূর রেল রুপায়ন ও উন্নয়ন কমিটি কলকাতা উচ্চ আদালতে একটি মামলা দায়ের করে বলে জানান সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক প্রসূন দাস।প্রসূন বাবু বলেন রাজ্য সরকার পশ্চিমবঙ্গের স্বার্থের কথা চিন্তা করে একটু উদ্যোগ নিলেই বেশ কয়েকটি রেল প্রকল্পের কাজ দ্রুত শুরু হয়ে যেতে পারে বলে প্রসূন বাবু মনে করেন।

 

তিনি বলেন কেন্দ্রীয় রেল মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জমি জট কাটানোর যে উদ্যোগ নেবার কথা বলেছেন তার যথেষ্ট গুরুত্ব আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে।আমরা চাই এই রাজ্যের উন্নয়নের স্বার্থের কথা বিবেচনা করে রাজ্যের যেখানে যেখানে জমি জটের কারনে রেলের কাজ ব্যাহত হচ্ছে সেই জট কাটিয়ে দ্রুত রেক প্রকল্পের কাজগুলি যাতে শুরু হয় সেই অপেক্ষায় পশ্চিমবঙ্গ তথা উত্তর দিনাজপুর জেলার মানুষ দিন গুনবে।

কালিয়াগঞ্জের বিশিষ্ট সমাজসেবী তথা লায়ন্স ক্লাবের প্রাক্তন গভর্নর সুরেশ সারাফ বলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হিলি রেল প্রকল্পের কাজ কলকাতা উচ্চ আদালতের নির্দেশে দ্রুত গতিতে কাজ শুরু হয়েছে।আমরাও চাই আমাদের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ_ বুনিয়াদপুর রেল প্রকল্পের ৩৪ কিমি কাজ দ্রুত গতিতে শুরু হোক।আগামী দিনে এই দুই রেল প্রকল্পের কাজ শেষ হলে এই রেল পথ উত্তর পূর্বাঞ্চলের হিলি থেকে ত্রিপুরা পর্যন্ত একই ট্রেনে মানুষ যাতায়াতের সুযোগ সুবিধা পাবে।এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে?

1 thought on “জমি জটে বন্ধ হয়ে থাকা কালিয়াগঞ্জ_ বুনিয়াদপূর সহ রেল প্রকল্পগুলি নিয়ে রেল মন্ত্রী মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ায় এলাকার মানুষ আশায় বুক বাধ্ছে

  1. Use 1xBet promo code – get 100% welcome bonus up to €130 upon registration. 1xbet free bets and T&Cs explained. Other bonuses can already be received during the game. The bookmaker offers players free bets, cash back and insurance bets as incentives. Again, the way the bonus is applied, the stakes and the wagering period are clearly stated in the terms and conditions of the promotion. 1xbet sign up bonus There are several such offers, which are always available to players.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *