January 10, 2025

যাত্রিকের উদ্যোগে নজমু নাট্য নিকেতন মঞ্চে নাট্য তীর্থের নাটক ” অমীমাংসিত”

1 min read

যাত্রিকের উদ্যোগে নজমু নাট্য নিকেতন মঞ্চে নাট্য তীর্থের নাটক ” অমীমাংসিত”

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৯ আগস্ট:সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ যাত্রিক নাট্য সংস্থার উদ্যোগে ও ব্যাবস্থাপনায় নজমু নাট্য নিকেতন মঞ্চে এ মাসের নাটক বালুরঘাট নাট্য তীর্থের নিবেদন “অমীমাংসিত।নাটক ও নির্দেশনা শুভাশীষ চক্রবর্তী।অতীত ও বর্তমানের কাশ্মীর সমস্যা নিয়ে আবর্তিত হয়েছে এই নাটকের গল্প।নাটক নির্মাণ কৌশলে নূতন ধরনের পরীক্ষা নিরীক্ষা প্রশংসার দাবি রাখে।ছিল আলোক পরিকল্পনাতেও যথেষ্টই মুন্সিয়ানার ছাপ।

 

ঐ দিন দ্বিতীয় দর্শনে ছিল দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর অরনি নাট্য সংস্থার নাটক ” সাকিন”।নাটক ও নির্দেশনা তিমির বরণ রায়।সামগ্রিক পরিকল্পনা – পবিত্র দাস।এই নাটকে উঠে আসে সীমান্তবর্তী এক উদ্বাস্তু মেয়ের নিজস্ব ঠিকানা খোঁজার লড়াইয়ের গল্প।

যাত্রিক নাট্য গোষ্ঠী আয়োজিত প্রতিমাসের থিয়েটার ইতিমধ্যেই নাট্য দর্শকদের মধ্যে বেশ বড় সারা ফেলে দিয়েছে নিশ্চিত ভাবেই বলা যেতে পারে।প্রতি মাসে ভিন্ন ভিন্ন স্বাদের নাটক দর্শনে কালিয়াগঞ্জ শহরের নাট্যমোদি দর্শকরা ভীষন ভাবেই খুশি।কালিয়াগঞ্জ যাত্রিক নাট্য গোষ্ঠী গত পঞ্চাশ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে নাট্য চর্চা করে আসছে বলে জানালেন যাত্রিক নাট্য গোষ্ঠীর কর্নধার তথা নাট্য ব্যক্তিত্ব নরেন্দ্র নারায়ন চক্রবর্তী।তিনি বলেন তাদের প্রযোজিত বিভিন্ন নাটকগুলি উত্তর দিনাজপুর জেলার গণ্ডি ছাড়িয়ে বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন শহর ছাড়িয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় মাঝে মধ্যেই নাটক প্রদর্শন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *