January 9, 2025

কালিয়াগঞ্জে উদ্যানপালন দপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে ফলের চারা গাছ, নিম খইল ও নিম তেল প্রদান_

1 min read

কালিয়াগঞ্জে উদ্যানপালন দপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে ফলের চারা গাছ, নিম খইল ও নিম তেল প্রদান

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৮ আগস্ট: খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে ও জেলা উদ্যান পালন দপ্তর ও কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের উদ্যোগে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির মিটিং হলে উদ্যান পালন সপ্তাহ অনুষ্ঠিত হয়।কালিয়াগঞ্জে উদ্যান পালন সপ্তাহের সূচনা করেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি দীপা সরকার এবং নব নির্বাচিত পঞ্চায়েত সভাপতি হিরন্ময় সরকার (বাপ্পা)।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত রায়,দিব্যেন্দু রায় জয়েন্ট ডিরেক্টর এগ্রিকালচার,

 

রায় গঞ্জ সাবডিভিশন,বিপ্লব বিশ্বাস, এ টি এম কালিয়াগঞ্জ, তারা প্রসাদ উদ্যান পালন বিশেষজ্ঞ, চার্লি শর্মা,অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার,বেলাল মোহাম্মদ ফামার্স ক্লাবের সম্পাদক।উদ্যান পালন সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে গ্রাম থেকে আগত উদ্যান পালন চাষীদের হাতে দুটি করে ফলের চারা এবং তার সাথে নিম খইল ও নিম তেল দেওয়া হয়।অনুষ্ঠানে উন্নত মানের ফলের গাছের চাষ আবাদ করবার জন্য সব ধরনের সাহায্য দেবার আশ্বাসদেন জ ডিরেক্টর অফ করে এগ্রিকালচার দিব্যেন্দু রায়।কালিয়াগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়নআধিকারিক প্রশান্ত রায় চাষীদের উদ্দেশ্যে বলেন তিনি ফলের চারা সঠিক ভাবে লাগানো হল কিনা সেটা দেখতে বিনা নোটিশেই চলে যাবেন বলে জানান।আনুমানিক দুইশো ফলের চারা বিতরণ করা হয় বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..