January 10, 2025

রাধিকাপুর_ দিল্লী বন্ধ হয়ে থাকা সীমাঞ্চল এক্সপ্রেস পুনরায় চালুর দাবিতে ডি আর এমের কাটিহার দপ্তরে দেবশ্রী

1 min read

রাধিকাপুর_ দিল্লী বন্ধ হয়ে থাকা সীমাঞ্চল এক্সপ্রেস পুনরায় চালুর দাবিতে ডি আর এমের কাটিহার দপ্তরে দেবশ্রী

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২১ আগস্ট:সম্প্রতি দিল্লীতে রেল মন্ত্রীর সাথে উত্তর দিনাজপুর জেলার রেল পরিষেবা নিয়ে আলোচনার পর সোমবার আবার রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী উত্তর পূর্ব সীমান্ত রেলপথের কাটিহার ডিভিশনের ডি আর এম সুরেন্দ্র কুমারের দপ্তরে গিয়ে তার সাথে জেলার বিভিন্ন রেল পরিষেবা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন বলে জানা যায়।

রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরী ডি আর এমের কাছে দাবি জানান রাধিকাপুর _ দিল্লীট্রেনটি তিন বছর ধরে অকারণে বন্ধ করে রাখা হয়েছে।এই ট্রেন বন্ধের ফলে ভারতের রাজধানীর সাথে উত্তর দিনাজপুর জেলার একমাত্র যোগাযোগকারি ট্রেনটি বন্ধ থাকায় উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার অসুস্থ রোগীরা দিল্লীতে তাদের রোগীদের চিকিৎসার সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।জেলার ব্যাবসায়ীদের পাশাপাশি পরিযায়ী শ্রমিকরাও সরাসরি দিল্লী গামী ট্রেনটি না থাকায় চরম সমস্যার মধ্যে রয়েছে বলে সাংসদ দেবশ্রী চৌধুরী ডি আর এমকে বিষদ ভাবে সমস্যার কথা জানান।যাতে দ্রুত দিল্লীর ট্রেনটি চালু করা যায় সে দিকে নজর দিতে বলেন।

দেবশ্রী চৌধুরী দিল্লীর ট্রেন ছাড়াও রাধিকাপুর স্টেশনে লাইন বৃদ্ধির কাজ,বাঙালবাড়িতে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেসের স্টপেজ এবং আলুয়াবাড়ি স্টেশনে কাপিটাল এক্সপ্রেসের স্টপেজের দাবি জানানো হয় বলে সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরী জানান।সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন ডি আর এম সুরেন্দ্র কুমার তাকে বলেছেন দিল্লীর ট্রেনটি যাতে দ্রুত চালানো যায় তিনি তার চেষ্টা করবেন বলে জানান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *