পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কালিয়াগঞ্জ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিজ্ঞানমনস্কতা দিবস পালন_
1 min readপশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কালিয়াগঞ্জ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিজ্ঞানমনস্কতা দিবস পালন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২০ আগস্ট: রবিবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এর কালিয়াগঞ্জ বিজ্ঞান কেন্দ্র আয়োজিত জাতীয় বিজ্ঞানমনস্কতা দিবস ২০২৩ পালিত হল কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে।আজকের এই অনুষ্ঠানে সংবিধানের ৫১Aএ ধারায় উল্লেখিত দাবি এবং অধিকার সমূহ প্রতিষ্ঠার লক্ষ্যে জন- মানুষের বিজ্ঞান চেতনা বৃদ্ধি ও সচেতনতা বৃদ্ধি এবং কুসংস্কার মুক্ত সমাজ গড়ার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কালিয়াগঞ্জ বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সুজয় সরকার। এই অনুষ্ঠানের অংশ হিসেবে আলোচনা সভা পারস্পরিক আলোচনা এবং বিজ্ঞান অভীক্ষা ২০২২ এর কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার ও মানপত্র দেওয়া হয় ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দেববর্মা ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলার সহ-সভাপতি ডঃ পিযুস দাস জেলার প্রাক্তন সম্পাদক এবং সভাপতি প্রদীপ কুণ্ডুও বিমল কুমার সেন তাছাড়াও কালিয়াগঞ্জ বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক শ্রী সুজয় কুমার সরকার,
সুব্রত রায় স্বদেশ কুমার সরকার ও অন্যান্য বিজ্ঞান কর্মীরা।বিজ্ঞান মনস্কতা দিবস সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ড:পীযুষ দাস,প্রদীপ কুন্ডু,প্রধান শিক্ষক বিশ্বজিৎ বর্মা, বিমল সেন এবং স্বদেশ সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক শ্রী অরিন্দম ঘোষ
৷উল্লেখ্য,এই অনুষ্ঠানে বিজ্ঞান কেন্দ্র ভিত্তিক ৩০জনের মেধা তালিকা সংস্থার সম্পাদক সুজয় কুমার সরকার ঘোষণা করেন।৩০জনকেই পুরস্কৃত করা হয়।এদের মধ্যে জেলা গত ভাবে ৭ জন স্থান পায়।যেখানে প্রথম স্থানাধিকারি পুরস্কার পায় ৫০০০ টাকা,দ্বিতীয় স্থানাধিকারী পুরস্কার পায় ৩০০০ টাকা এবং তৃতীয় স্থানাধিকারি ২০০০ টাকা পুরস্কার লাভ করে।
পদক তালিকায় শীর্ষ স্থান দখল করে কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়।