October 24, 2024

আর কত অমূল্য প্রাণের বিনিময়ে পশ্চিমবঙ্গের শান্তি ফিরে আসবে

1 min read

আর কত অমূল্য প্রাণের বিনিময়ে পশ্চিমবঙ্গের শান্তি ফিরে আসবে

 

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর।  প্রখ্যাত প্রয়াত গীতিকার ও সঙ্গীত শিল্পী জ্যোটিলেস্বর মুখোপাধ্যায়ের লিখা একটি বিখ্যাত গানের কথা উল্লেখ্য না করেই পারছিনা।কারন এই গানের গীতিকার একটি সময়োচিত গানের কথায় লিখেছিলেন”এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার”।সময়ের সাথে গানের কথার এতো যে মিল পাওয়া যাবে তার প্রমাণ আমরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নএর দিন থেকে আজ পর্যন্ত দেখতে পাচ্ছি। ভোট পর্ব শেষ হয়েও তার যে শেষ নেই আমরা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছি।নির্বাচনে জয় পরাজয় আগেও ছিল আছে এবং থাকবে। গত ৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচন হবার পরে গত১১ই জুলাই আমরা দেখেছি

 

 

 

তার ফলাফল বেরিয়েছে।তাতে শুধু শাসক দল জয়ীই হয়নি রেকর্ড ভোটে শাসক দল জয়ী হয়েছে। কিন্তূ এর পরেও একটা পঞ্চায়েত নির্বাচনে যদি ৫৫,জন আমার আপনার পরিবারের মানুষজনের মৃত্যু ঘটে,যদি মৃত্যু ঘটে আমার আপনার বাড়ির নিরীহ শিশুদের তাহলেও কি বলতেই হবে এ রাজ্যে আইনশৃঙ্খলা সব কিছু ঠিকঠাক আছে?অনেকেই বলছেন সামান্য ঘটনা।এই সামান্য ঘটনার ছিটে ফোঁটা যদি আপনার বাড়ির কারো গায়ে গিয়ে আঁচ পরতো তাহলে তাকে তখনো কি একই সুরে কথা বলতে পারতেন? রাজনৈতিক দলের নেতা নেত্রীদের কাছে আমি একজন এ রাজ্যের নাগরিক হিসাবে আপনাদের কাছে কাতর আবেদন করছি, আপনারা সমাজ সেবার নামে যে ভাবে মানুষের জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে অমূল্য জীবন নিয়ে

 

 

ছিনিমিনি খেলছেন তার পরিসমাপ্তি কবে ঘটবে বলতে পারেন? যত্রতত্র আপনারা ফুটবলের পরিবর্তে বোমা খেলবেন আর তার শিকার হবে মুর্শিদাবাদের সালার শহরের নিষ্পাপ দুই শিশু?কোথায় প্রশাসন,কোথায় মানুষের সুরক্ষা? জনগন আপনাদের নির্বাচিত করে নেতা বানাবেন আর তার খেসারত জনগণকেই দিতে হবে? এ কেমন সমাজ সেবার নমুনা?দোহাই,আমরা এমন সমাজ সেবা চাইনা।যে সমাজ সেবার নামে সমাজ দিনের পর দিন উশৃঙ্খলতায় ভরে যাচ্ছে। দয়া করে আপনাদের আর সমাজ সেবা করার প্রয়োজন নেই।দয়া করে গ্রামের মানুষদের শান্তিতে বসবাস করতে দিন।মানুষের জীবন নিয়ে গণতন্ত্রের নাম ভাঙিয়ে গণতন্ত্রের কবর খুরবেন না।আমরা এমন গনতন্ত্র দেখতে চাইনা।বন্ধ হোক নির্বাচনের নামে সন্ত্রাসের বাতাবরণ। এ যেন সেই সকাল আমাদের সামনে হাজির হয়েছে যে সকাল রাতের চেয়েও অন্ধকার।আর কত অমূল্য প্রানের বিনিময়ে পশ্চিমবঙ্গ নামক রাজ্যের শান্তি ফিরে আসবে বলতে পারেন?

1 thought on “আর কত অমূল্য প্রাণের বিনিময়ে পশ্চিমবঙ্গের শান্তি ফিরে আসবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *