January 9, 2025

ভোট গণনায় বিজেপির আনা কারচুপির অভিযোগে সম্পূর্ন অবাস্তব এবং ভিত্তিহীন কানাইয়ালাল আগরওয়ালা

1 min read

ভোট গণনায় বিজেপির আনা কারচুপির অভিযোগে সম্পূর্ন অবাস্তব এবং ভিত্তিহীন কানাইয়ালাল আগরওয়ালা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ১৬ জুলাই: ভোট গণনার তিনদিন পর বিজেপি বুঝতে পারলো ১১তারিখের পঞ্চায়েত ভোটের গণনায় কারচুপি হয়ছে।সেই দিন বা পরের দিন বিজেপি কোন অভিযোগ জানালোনা কেন?আসলে সারা বছর কাজ। করবোনা কিন্তু ভোটের সময় ভোট চাইবো সাধারন মানুষ তাই ভোট দেয়নি ।ভোট গণনায় কারচুপির অভিোগ নস্যাৎ করে দিলেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালল আগরওয়াল।

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে তৃণমূলের ডাকা এক সাংবাদিক সম্মেলনে বিজেপির অভিযোগের উত্তরে এই কথা গুলি বলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা।তিনি বলেন অনেক বুথে তৃণমূলের প্রার্থীরা দুই ভোটে কোথাওবা পাঁচ ভোটে তৃণমূলের আমাদের প্রার্থীরা বিজেপির কাছে হেরে গিয়েছে।তাহলে কি বলবো বিজেপি কারচুপি করে জিতেছে? কনাইয়ালাল আগরওয়ালা বলেন তৃণমূল সারা বছর মানুষের পাশে থেকে মানুষের সুখ দুঃখের সাথী হয় তাই তার ফসল তৃণমূল পেয়েছে।কাজ করলে ফল পাওয়া যায় মানুষই তা দেখিয়ে দিয়েছে বলে তিনি জানান।জানা যায় গত শনিবার বিজেপি কালিয়াগঞ্জ শহরে বিজেপি একটি সাংবাদিক সম্মেলন করে বিজেপির কালিয়াগঞ্জ ব্লকের নেতৃত্বরা

সোজাসুজি রায়গঞ্জের মহকুমা শাসক,কালিয়াগঞ্জের বিডিও এবং জয়েন বিডিওর দিকে আঙুল তুলে অভিযোগ করে এই আধিকারিকরা ভোটের স্ট্রং রুম থেকে ব্যালট বাক্স আনার সময় বাক্স পরিবর্তন করেছে।এই ঘটনা না ঘটালে বিজেপি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি অতি সহজেই দখল করতে পারতো।বিজেপি নেতা গৌরাঙ্গ দাস এবং গৌতম বিশ্বাস বলেন ভোট গণনা কেন্দ্রে অরাজকতার মধ্যে দিয়ে ভোট গণনা হয়।

প্রশাসনকে ব্যাবহার করে ফলাফল পাল্টে দেওয়া হয়।বিডিও প্রশান্ত রায়কে অভিযোগ জানাতে গেলে তিনি বলেন অভিযোগ পত্র নেবার কোন ক্ষমতা তার নেই।বিজেপি নেতা গৌতম বিশ্বাস বলেন আসল খেলা নাকি হয় স্ট্রং রুম থেকে কাউন্টিং কেন্দ্রে যাবার সময়।তৃণমূলের ডাকা দলের বৈঠকে রবিবার কালিয়াগঞ্জ ব্লকে বিভিন্ন ক্ষেত্রে যারা জয়ী হয়েছেন তাদের ডেকে তাদের যেমন সম্বর্ধনা দেওয়া হয় তেমনি আগামী ২১জুলাই ধর্ম তলায় শহিদ দিবসের অনুষ্ঠানে যাবার আহ্বান জানান তৃণমূল সভাপতি কানাইয়ালল আগরওয়াল।তৃণমূলের ডাকা সভায় উপস্থিত ছিল কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়,প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ,কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রাম নিবাস সাহা ও উপ পৌরপতি ঈশ্বর রজক, তৃণমূলের জেলার সভাপতি শচীন সিংহ রায়,তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ সহ জয়ী প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..