October 27, 2024

সেভ ড্রাইভ সেভ লাইফ ও মশা বাহিত রোগের সম্পর্কে সচেতন করতে জেলা পরিষদের সদ্য নির্বাচিত সদস্যা পূজা আচার্য্য কালিয়াগঞ্জে

1 min read
তন্ময়  চক্রবত্তী ঃ-  সেভ ড্রাইভ সেভ লাইফ সপ্তাহ। প্রশাসনের তরফ থেকে বিভিন্ন ভাবে সাধারন মানুষদের সচেতন করতে নানা ধরনের পদক্ষ্যেপ নিয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 তারসাথে সাথে রাজ্যের মূখ্যমন্ত্রী তথা তৃনমূল সুপ্রীমো মমতা বন্ধ্যোপাধ্যায় ২১শে জুলাই শহীদ মঞ্চ থেকে তৃনমূল কর্মিদের নির্দেশ দেন সেভ ড্রাইভ সেভ লাইফ ও বর্ষা কাল হবার কারনে মশা বাহিত রোগ হতে পারে এই দুটি কারনে কারো মৃত্যু না হয় সেই কারনে রাস্তায় নেমে সাধারন মানুষ কে  সচেতন করতে বলেন তৃনমূল কর্মিদের।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 সেই মতে বুধবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধিন হলদিবাড়ি এলাকার তৃনমূল অঞ্চল কমেটির উদ্যোগে একটি সচেতনা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেভ ড্রাইভ সেভ লাইফ ও মশাবাহিত ডেঙ্গু রোগের উপরে।এদিন রায়গঞ্জ – বালুরঘাট রাজ্য সড়কের পাশে দলীয় কার্যালয়ের পাশে অনুষ্ঠানের আয়োজন করা হয় সাধারন মানুষদের সচেতন করতে সেভ ড্রাইভ সেভ লাইফ ও মশাবাহিত ডেঙ্গু সম্পর্কে নাটকের আয়োজন করা হয়।তার সাথে সাথে বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধিন গ্রামের মানুষদের শতাধিক মশারী  বিতরন করা হয়।এবং পথ চলতি মানুষদের হ্যালমেড বিতরন করা হয়। এদিনের সচেতনতা মূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃনমূল সভাপতি অমল আচার্যের তনয়া তথা জেলা পরিষদের সদ্য নির্বাচিত সদস্যা পূজা আচার্য, প্রক্তন জেলা পরিষদের সভাধিপতি বিনয় সরকার, অঞ্চল সভাপতি আর্শাদ আলী সহ অন্যানরা। এদিন পূজা আচার্য জানান, মূখ্যমন্ত্রীর সাড়ায় সাধারন মানুষদের সেভ ড্রাইভ সেভ লাইফ ও মশা বাহিত রোগের সম্পর্কে সচেতন করতে  কালিয়াগঞ্জ বোচাডাঙ্গা অঞ্চল তৃনমূল নেতৃত্ব উদ্যোগে  যে সচেতনতা মূলক কর্মসূচী গ্রহণ  করা হয়েছে তা খুব ভালো।আগামীতে সব মানুষদের এগিয়ে আসা উচিত যাতে কোন প্রকার পথ দুর্ঘটনায়  ও ডেঙ্গু রোগে কেউ যাতে মারা না যায়। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *