October 27, 2024

আত্রেয়ী বাঁচাও আন্দোলন আজ এক আন্তর্জাতিক ইস্যু

1 min read
 কমল কুমার বিশ্বাস (বালুরঘাট) 27শে জুলাই :-আত্রেয়ী বাঁচাও আন্দোলন আজ এক আন্তর্জাতিক ইস্যু l বালুরঘাট থেকে যে গণআন্দোলনের পথ চলা শুরু,তা আজ রাজ্য ও দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আত্রেয়ী বাঁচাও আন্দোলন তারই নাম করণ l নিজ হাতে করে দিশারী সংকল্পের আত্রেয়ী বাঁচাও আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন তিনি l সঙ্গে পেয়েছেন সংস্থার সদস্য সদস্যা ও ছাত্র ছাত্রীদের l ওরাই আন্দোলনের মুখ l তিনি আর অন্য কেও নন দিশারী সংকল্প সংগঠনের সম্পাদক ,বিশিষ্ট শিক্ষক ও পরিবেশে প্রেমী তুহিন শুভ্র মন্ডল l এই মানুষটি বাংলাদেশের ঢাকাতে আন্তর্জাতিক নদী কেন্দ্রিক আলোচনা চক্রে আত্রেয়ী নদীর কথা তুলে ধরার ডাক পেলেন l
আত্রেয়ী নদীর আন্তর্জাতিক যোগসূত্র  তখনই তৈরী হয়েছিল যখন বাংলাদেশের পরিবেশ প্রেমীরা এক যোগে আত্রেয়ী নদী বাঁচানোর ডাক দিয়েছিলো l কিছুদিন আগে লন্ডনের একটি নিউস ওয়েব সাইটের পক্ষ থেকেও সমগ্র বিশ্বের মানুষকে আত্রেয়ী নদীর কথা তুলে ধরার জন্য শুটিং পর্ব শেষ হয়েছে l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এবার ঢাকাতে জন ইতিহাস চর্চা কেন্দ্রের আমন্ত্রণে আগামী আগস্ট মাসে আত্রেয়ী নদীর কথা সরাসরি বিশ্ব দরবারে তুলে ধরতে তুহিন বাবু নিজেই পাড়ি দিতে চলেছেন বাংলাদেশে lপ্রসঙ্গত 2006 সাল থেকেই পরিবেশ সচেতনতার কাজকর্ম শুরুকরে দিশারী সংকল্প নামে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা l প্রথম দিকে আত্রেয়ী নদীকে কেন্দ্র করে স্থানীয় ভাবে পথ চলা শুরু হলেও 2014 সাল থেকে আত্রেয়ী বাঁচাও আন্দোলনের ডাক দেয় তুহিন বাবুর নেতৃত্বে দিশারী সংকল্প সংস্থাটি l সময়ের সাথে সাথে আন্দোলন তীব্রতা পায় l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এতদিনে আত্রেয়ী নদীর আন্তর্জাতিক সমস্যা নিয়ে অর্থাৎ বাংলাদেশের মোহনপুরে রাবার ড্যাম দিয়ে আত্রেয়ীর জল নিয়ন্ত্রণএর ফলে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ও বালুরঘাট ব্লকের বিস্তীর্ণ ভূভাগ জলশূন্য হয়ে পড়েছে l কৃষিকাজ ব্যাহত হচ্ছে l নদীর ওপর জীবন জীবিকা যাদের তারা আজ বিকল্প জীবিকার সন্ধানে l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 পানিও জলের জন্যও বালুরঘাটে আত্রেয়ী নদী বক্ষে যেসব পরিকল্পনা নেয়া হয়েছে কোটি কোটি টাকা খরচ করেও তা আজ নদীতে জলের অভাবে বন্ধের মুখে lএই সমস্যা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি,দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ,এমনকি বাংলাদেশের জলসম্পদ মন্ত্রী ও পরিবেশ মন্ত্রীকে সমস্ত বিষয় জানিয়েছেন তুহিন বাবু l বংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পর্যন্ত এবিষয়ে চিঠি লিখেছেন প্রধান মন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে l ভারত বাংলাদেশ দুই দেশের আলোচনায় ধীরেধীরে উঠেআসছে  আত্রেয়ী নদীরপ্রসঙ্গ l  তুহিন বাবু আশাবাদী  দুই দেশের জয়েন্ট রিভার ম্যানেজমেন্টের মাধ্যমে খুব শীঘ্রই মিটবে আত্রেয়ী নদীর প্রবহমানতার সমস্যা l এপ্রসঙ্গে তুহিন শুভ্র মন্ডল জানান , “আগস্ট মাসে ঢাকাতে আত্রেয়ী নদীকে বাঁচানোর জন্য ছাত্র ছাত্রীরা কিভাবে আন্দোলন গড়ে তুলেছে তা যেমন তুলে ধরবো সংস্থার সবার সহযোগিতার কথা ,এছাড়াও ভারত বাংলাদেশ মেলবন্ধনে আত্রেয়ী নদী বাঁচানোর 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কথা l “


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *