January 5, 2025

জাতীয় সড়কের পাশে কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন এক মহিলা

1 min read

জাতীয় সড়কের পাশে কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন এক মহিলা

ব্যস্ততম জাতীয় সড়কের পাশে কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন এক মহিলা। ঘটনা নজরে আসতেই ডালখোলা থানার পুলিশ মা ও সদ্যজাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে পূর্ণিয়ামোড় এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় এক অজ্ঞাত পরিচয়ের মানসিক ভারসাম্যহীন মহিলাকে। আশেপাশের দোকান থেকে খাওয়ার চেয়ে সেখানকার একটি বারান্দায় কোনওভাবে রাত্রিযাপন করত। ঠান্ডার হাত থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দারা তাঁকে শীতবস্ত্র দিয়েছিল। এভাবেই দিন কাটছিল ওই মহিলার।

শনিবার ওই মহিলাই কন্যাসন্তানের জন্ম দিল। তারপরই তাঁদের উদ্ধার করে মেডিকেল কলেজে ভর্তি করেন পুলিশ। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন মা ও সন্তান। ওই মহিলা পরিচয় জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই মহিলা আগে থেকেই গর্ভবতী ছিলেন।ডালখোলা থানার ওসি বিশ্বনাথ মিত্র জানান, ডালখোলার পূর্ণিয়ামোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে একটি খোলা বারান্দায় এক মানসিক ভারসাম্যহীন মহিলা শিশুর জন্ম দিয়েছেন। খবর পেয়েই সেখান থেকে মা ও সদ্যজাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে দুজনই সুস্থ রয়েছে। পুলিশ পুরো ঘটনার উপর নজর রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *