কালিয়াগঞ্জ থানা স্মল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সন্মেলনে সর্ষের তেল ব্যাবসায়ীদের ভেজাল তেল উৎপাদন সম্পর্কে হুশিয়ারি
1 min readকালিয়াগঞ্জ থানা স্মল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সন্মেলনে সর্ষের তেল ব্যাবসায়ীদের ভেজাল তেল উৎপাদন সম্পর্কে হুশিয়ারি
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩১ জানুয়ারি:মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের কালিয়াগঞ্জ থানা স্মল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের ২৫তম সন্মেলনের মঞ্চ থেকে ভেজাল সর্ষের তেল উৎপাদকদের হুশিয়ারি দিয়ে বলা হয় কালিয়াগঞ্জ শহরের সর্ষের তেলের নাম কিছু অসৎ ব্যাবসায়ীদের জন্য বর্তমানে কালিয়াগঞ্জ শহরের সর্ষের তেলের সুনাম নষ্ট হয়ে গেছে।আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে বলতে চাই আমাদের অ্যাসোসিয়েশনের ছত্র ছায়ায় থেকে কেও যদি ভেজাল সর্ষের তেল তৈরি করে প্রশাসনের হাতে ধরা পরে তাহলে সেই সদস্যকে অ্যাসোসিয়েশন থেকে বের করে দেওয়া হবে সাধারন মানুষের স্বার্থের কথা ভেবে।আমরা কোন ভাবেই ভেজাল সর্ষের তেলের উৎপাদকের পাশে আমাদের সংগঠন থাকবেনা।অনুষ্ঠানে পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্স এর সাধারন সম্পাদক শংকর কুন্ডু আমরা কিছু ব্যাবসায়ী আছি তারা যা খুশি তাই করতে চায়।তারা অ্যাসোসিয়েশনের ছত্র ছাযায় থেকে যা খুশি তাই করতে চায়।সেসব দিন চলে গেছে।শংকর কুন্ডু বলেন সৎ ভাবে ব্যাবসা করুন না হলে বাদ দিন বলে পরিষ্কার ভাবে হুশিয়ারি দেন।সন্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি দেবব্রত রায়,সাধারন সম্পাদক বিনোদ কুমার লোহিয়া এবং তিলক জয়সয়াল।স্মল মিল ওনার্স অ্যাসোসিয়েশন এর সন্মেলনের পূর্বে ফুড সেফটি অফিসার এম দাদুল হকের উদ্যোগে একটি সতর্কীকরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই সতর্কীকরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাইরেক্টর অফ্ এগ্রিকালচার ড: সফিকুল আলম।জানা যায়
কালিয়াগঞ্জ শহরের আনুমানিক ৭০ জন তেল মিলের মালিকরা এই সন্মেলনে উপস্থিত হন। জানা যায় আগামী তিন বছরের জন্য ১১ জনের একটি শক্তিশালী কার্যকরী কমিটি গঠন করা হয়।সভাপতি হিসাবে নির্বাচিত হন দেবব্রত রায়,সম্পাদক হিসাবে নির্বাচিত হন বিনোদ কুমার লোহিয়া এবং কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হন তিলক জয়সওয়াল।