October 26, 2024

বালুরঘাটের নদী ও পরিবেশ কর্মীরা ভারত-বাংলাদেশ সীমান্তের আত্রেয়ী নদীর উৎস স্থল পরিদর্শন করে বৈঠকে সামিল হল-

1 min read
কমল কুমার বিশ্বাস (বালুরঘাট) -উত্তর দিনাজপুর-বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার নদী ও পরিবেশ সম্পর্কীয় সংস্থা দিশারী সংকল্পের উদ্দ্যেগে ভারত-বাংলাদেশ সীমান্তের আত্রেয়ী নদীর উৎসস্থল পরিদর্শন করে একটি বৈঠক করেন।আয়োজক সংস্থা দিশারী সংকল্পের কর্নধার তথা নদী ও পরিবেশ বিশেষজ্ঞ তুহিন শুভ্র মন্ডল বলেন আজকের এই অনুষ্ঠানের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন বিগত দিনে কোপাই নদীর পাড় ধরে যে ব্যক্তি কোপাই নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত পায়ে হেটে নজীর সৃষ্টি করেছিলেন সেই নদী বিজ্ঞানী ডঃ মলয় মুখার্জী আজ আত্রেয়ী বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত হয়ে  আত্রেয়ী নদীর পাড়ের মানুষদের দুঃখকষ্টের বর্ননা শোনেন বলে জানা যায়।
এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডঃঅনুরাধা সেনগুপ্ত, নদী প্রেমী উমাশঙ্কার মন্ডল,অমল বসু,সঙ্গীত কুমার দেব সহ নদী প্রেমিক মানুষেরা।দিশারী সংকল্প সংস্থার কর্নধার তুহিন শুভ্র মন্ডল বলেন আগামী ৯ই আগস্ট বাংলা দেশে আত্রেয়ী নদী নিয়ে আলোচনায় স্থান পাবে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ম

ধ্য দিয়ে প্রবাহিত আত্রেযি নদীর বিভিন্ন সমস্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *