October 26, 2024

দলীয় রালিকে ঘিরে মালদা শহরের পথে মুখোমুখি বিজেপি-তৃণমূল

1 min read
বিশ্বজিৎ মণ্ডল,মালদা : দলীয় রালিকে ঘিরে মালদা শহরের পথে মুখোমুখি বিজেপি-তৃণমূল।চললো দলীয় দুই দলের কর্মীদের ধস্তাধস্তি সহ স্লোগান পাল্টা স্লোগান।মালদা তৃণমূলকে ৫ মিনিটে গুটিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়ে ফেললেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব মিশ্র।”বিজেপি জেলা সভাপতির তিন দিন হলো জন্মের”বলে পাল্টা তোপ জেলা তৃণমূল সভাপতি দুলাল সরকার’এর।শনিবার দুই দলের রেলি ঘিরে কার্যত ধুন্ধুমার চেহেরা নেই মালদা শহরের পোস্ট অফিস মোড় এলাকা।সামাল দিতে হিমশিম খাই পুলিশও।তবে দুই দলের নেতৃত্ব ও পুলিশ বাহিনীর হস্তক্ষেপে দুই দলের কর্মীদের আলাদা করেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আসামের শিলচরে হেনস্তার প্রতিবাদে শনিবার দুপুরে প্রতিবাদী রেলি বের করেন মালদা শহর তৃণমূল।একই সময় রাজ্যে NRC লাগু সহ বিভিন্ন দাবি দাবা নিয়ে রেলি বের করে জেলা বিজেপি নেতৃত্ব।শহরের বিভিন্ন পথ অতিক্রম করে দুই দলের রেলি পোস্ট অফিস মোড়ে আসতেই একে অপরের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি-তৃণমূল’এর কর্মী সমর্থক।কার্যত ধুন্ধুমার চেহেরা নেই শহরের পোস্ট অফিস মোড়।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গড়িয়ে যেতে দেখে এগিয়ে আসেন দুই দলের নেতৃত্ব।নিজেদের কর্মীদের টেনে আলাদা করেন।তারপর বিজেপি’এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোপ দেখায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এপ্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি সঞ্জীব মিশ্র বলেন,”আমাদের আজকের এই আন্দোলনে তৃণমূলের মিছিল থেকে আমাদের সাথে গণ্ডগোল করার চেষ্টা করে।আমাদের কর্মীরাও উৎসাহের সঙ্গে স্লোগান দিয়েছে।তারপরই তৃণমূল পালিয়েছে।তৃণমূলকে মনে রাখতে হবে সঞ্জীব মিশ্রের নেতৃত্বে মালদা বিজেপি এখন লড়ছে।তৃণমূলের সাথে মোকাবিলা করবে।আমাদের ওপর আক্রমণ করার ইচ্ছা ছিলো, কিন্তু বিজেপি এখন পালাবে না,তৃণমূলের মোকাবিলা করবে।তৃণমূল আমাদের সাথে কোথাও দাঁড়াতে পারবে না।পাঁচ মিনিটে গুটিয়ে দিবো তৃণমূলকে আমরা”।

তারপর পাল্টা মন্তব্য করেন জেলা তৃণমূল সভাপতি দুলাল সরকার।এদিন তিনি বলেন,”শিলচরে আমাদের নেতৃত্বকে হেনস্তার প্রতিবাদের আমরা রাজ্য নেতৃত্বের নির্দেশে আজ ও আগামী কাল কালো দিবস পালন করছি।আসামের সেই অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াবো।বিজেপির জেলা সভাপতি পদে যে রয়েছে তার তো তিন দিন হলো জন্ম হয়েছে।কে কি বললো তা নিয়ে আমরা ভাবি না।বিজেপির ওই ছোটখাটো মানুষের কোথায় কান দিয়ে হিরো হতে দিবো না।এই সব লোকেরা আগামী দিনে থাকবেই না।পশ্চিমবাংলার মানুষের হিরো মমতা বন্দ্যোপাধ্যায়”।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *