October 24, 2024

সামাজিক সুরক্ষা যোজনার উপরে আলোচনা চক্রের আয়োজন কালিয়াগঞ্জের পুরসভার উদ্যোগে

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সত্যেন মনন্ত :-  রাজ্যের মূখ্যমন্ত্রী মমরা ব্যানার্জীর অনুপ্রেরনায়  রাজ্যের দুস্থ্য শ্রমজীবি মানুষদের জন্য রাজ্যের অসংঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা পরিকল্প গুলির সার্থক ও পর্যবেক্ষনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের  শ্রমদপ্তরের উদ্যোগে রাজ্য জুড়ে চালু করা হয়েছে সামাজিক সুরক্ষা যোজনা-২০১৭।আর এই সামাজিক সুরক্ষা যোজনার উপরে কি কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে রাজ্য সরকার তা নিয়ে একটি আলোচনা চক্রের আয়োজন হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পুরসভার উদ্যোগে পুর উৎসব ভবনে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এদিনে আলোচনা চক্রে কালিয়াগঞ্জ পুরসভার ১৭ টি ওয়ার্ডের এই প্রকল্পের আওতায় আসা শ্রমিকেরা অংশ গ্রহন করে। এদিনের আলোচনা চক্রে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার উপ- পুরপতি বসন্ত রায়, রায়গঞ্জ মহকুমা সহকারি শ্রম আধিকারিক প্রসাদ রঞ্চন সরকার, কালিয়াগঞ্জ পুরসভার সামাজিক সুরক্ষা যোজনার দায়িত্বে থাকা দুলাল  চ্যাটার্জী সহ বেশ কিছু পুর কাউন্সিলার। এদিনে আলোচনা চক্র অনুষ্ঠানে বেশ কিছু উপভোক্তাদের তাদের পাশ বই তুলে দেন উপস্থিত  অতিথি বর্গরা। এদিনের আলোচনা চক্রে শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *