October 26, 2024

বোমার আঘাতে জখম আদনানের সাহায্যার্থে এগিয়ে এলো দারুসসালাম প্যট্রিয়োটিক ট্রাস্ট

1 min read

আনওয়ারুল হক,চাকুলিয়া,৮ই আগষ্টঃ-  গত ২৮ই জুলাই বোমাকে বল ভেবে খেলাচ্ছলে হাতে নিলে সেই বোমা ফেটে গুরুতরভাবে জখম হয় আদনান।মাত্র ৭ বছর বয়সী সদ্য পিতৃহারা শিশু আদনান ইসলামপুর শহর পার্শ্ববর্তী পন্ডিতপোতা অঞ্চলের খবরগাঁও গ্রামের ছেলে।তার বাবা বর্তমানে বেঁচে নেই।চরম দারিদ্র্যের মধ্যে কোনোরকম দিনানিপাত চলে তাদের।নুন আনতে পান্তা ফুরায় অবস্থা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

রিকশা চালক নানার সামান্য আয়েই তাদের অন্ন সংস্থান হয়। কিন্তু এমন বিভৎসতার স্বীকার হতে হবে হয়তো ভাবেনি তারা।বাড়ির পার্শ্ববর্তী একটি নির্মীয়মাণ নতুন পাকা বাড়িতে বোমা বেধে রাখে দুষ্কৃতিরা। কে বা কারা সেই বোমা বাধে তা অজ্ঞাত থাকলেও, অনেকে রাজনৈতিক প্রতিহিংসার রঙ দেখছেন বলে বিশেষ সুত্রে খবর। ছোট্ট আদনান সেই বোমা নিছক খেল সামগ্রী ভেবে হাতে উঠিয়ে নেয়।কিন্তু সেই বোমা ফেটে আহত হয়।চরম অসহায় ভাবে সে আজ শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল এ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।আর্থিক সংকট থাকায় অসহায়ত্বের কথা স্বীকার করে অর্থ সাহায্যের আবেদন জানায় তার পরিবার সহ আত্মীয় পরিজনরা।ফলে এই আবেদনে সাড়া দিয়ে বেশ আগ্রহের সহিত সর্বপ্রথম এগিয়ে আসে দারুস সালাম প্যট্রিয়োটিক ট্রাস্ট।বিভিন্ন জনের কাছে অনুরোধ জানিয়ে সংগঠন এর কর্মকর্তাগন অর্থ সংগ্রহ করে।সংগ্রহীত ১৯১০০/-(উনিশ হাজার একশত টাকা) আদনানের পরিবারের হাতে তুলে দেন। এভাবেই বরাবরই এই সংগঠন নিজেদের সমাজসেবার সাথে আবদ্ধ রেখেছেন ও হতদরিদ্র তথা আর্তদের সেবায় ঝাঁপিয়ে পড়ছেন বলে জানা গেছে। দারুস সালাম প্যাট্রিয়োটিক ট্রাস্ট এর সম্পাদক আহসান হাবীব জানান যে, ‘মানবিক কর্তব্যের খাতিরেই হতদরিদ্র পরিবারের আদনান এর জন্য অর্থসাহায্যে ঝাঁপিয়ে পড়া’,এভাবেই প্রয়োজনে দুস্থ ও আর্তদের সেবার্থে তাঁরা কাজ করে যাবেন বলে জানান।ট্রাস্ট এর সভাপতি শেখ ফরিদ আলাম জানান যে,’অসহায় ও দুস্থদের সাহায্যার্থে আমরা সর্বদা পাশে থাকার চেষ্টা করি। দরিদ্র পরিবারের ছেলে আদনানের কথা জানতে পেরে এই অর্থসাহায্য করা হলো’পাশাপাশি তিনি আদনানের সাহায্যার্থে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *