ইটাহারে স্কুল পরিচালন সমিতির নির্বাচনে জয়ী বিজেপি, আসন পেল না তৃণমূল
1 min readইটাহারে স্কুল পরিচালন সমিতির নির্বাচনে জয়ী বিজেপি, আসন পেল না তৃণমূল
ইটাহারে স্কুল পরিচালন সমিতির নির্বাচনে জয় বিজেপির (BJP) । তৃণমূল ও বামফ্রন্টকে পরাজিত করে ৬টি আসনে জিতেছে গেরুয়া শিবির। রবিবার ইটাহার ব্লকের পার্বতীপুর চুনামার্ডি মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালন সমিতির নির্বাচন ছিল। কড়া পুলিশি নিরাপত্তায় এদিন সকাল থেকে ভোট হয়েছে।
বাম, তৃণমূল ও বিজেপির মোট ১৭ জন প্রার্থী ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদিন বিকেলে ভোটের ফলাফল বের হতেই দেখা যায়, সবকটি আসনেই জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। এই জয়ে খুশির হাওয়া পদ্মশিবিরে।
Itís nearly impossible to find well-informed people for this subject, however, you seem like you know what youíre talking about! Thanks